এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] দিনের মধ্যেই সাতিশয় বিরক্ত হইয়া ঐ পদ পরিণ ত্যাগ করিলেন। তদনন্তর ক্ষুদ্র ক্ষুদ্র অনুবাদ ও রচনা লিখিয়া ঘহি কিছু লাভ হইভ, তদাৰু গণকথঞ্চিৎ জীবনযাত্ৰ নিৰ্বাহ করিতে লাগিলেন । ਝਾਂ বৎসর बच्न 3ङ्गमरुjरक्ष পোর্টরনায়ী এক বিধবা কামিনীর প্রণয়পাশে বদ্ধ হন এবং ১৭৩৬ খৃঃ অব্দের ੱਗੇ উপহার পাণিগ্রহণ করেন। ঐ কামিনীর প্রশংসাযোগ্য ড:ঢ়শ রূপ গুণ বা অধিক ধনসম্পত্তি ছিল না, তথাপি তিনি জনসনের নয়ন ও মন হরণ করিয়াছিলেন । ফল? ? কম ক্ষম উfহকে অতিশয় ভাল বাসিতেন । জনসন যৎক’লে উাহকে বিবাহ করেন, তখন ভাহীর বয়স্থ জনসনের বয়সের প্রায় দ্বিগুণ । জনসন এই সময় এক বিদ্যা স্থাপন করেন,কিন্তু তিনটীর অতিরিক্ত ছাত্র ঐ বিদ্যালয়ে আইসে নাই। ঐ তিনটী ছাত্রের মধ্যে একটর নাম গরিক। ঐ বিদ্যালয় দেড় বৎসরের অধিক কাল পর্ণকে মাষ্ট । ভদনন্তর জনসন লণ্ডন নগরে গিয়া অীপম স্ত’গ্য পরীক্ষা করিয়া দেখিবার মানস করেন এবং ১ ২ ৩ ৪ খৃঃ জদের মার্চ মাসে গারিককে সমভিব্যাহাঁৱে লষ্টর তথায় উপস্থিত হন। তিনি তথায় সময়ে সময়ে ক্ষে সকল উংকৃষ্ট গ্রন্থ রচনা করিয়া প্রচার করিয়াছিলেন, স্তম্বাক্ষাই স্থার খ্যাত্তি প্রতিপত্তি বিস্তীর্ণ হয় এবং তিনি লোক, সমাজে যুৎপণ্ডিত লিয়সম্মানিত ওসমাদৃত হয়েন। তিনি মত