পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b〜。 জন্মান্তর-বাদ । স্মৃষ্টি । যদি বাহিরে এই কথা প্রমাণ করিলে, তবে অন্তর্জগতে এ কথা মানিতে চাহ না কেন? এক মন, তাহারই বিকাশ করার জন্য এই ব্ৰহ্মাও । বীজ হইতে যেরূপ অবস্থাচক্রে বিশাল কাণ্ডাদি-বিশিষ্ট বৃক্ষের উৎপত্তি হয়, সেইরূপ কৃমি কীট হইতে ক্রমশঃ বিকশিত হইয়া স্বক্ষ মনই অবশেষে ব্যাস-বাল্মীকি সক্রেতিস রূপে জগতে প্রকাশিত হন। ক্ষুদ্র বীজে যেরূপ বিশ ল বটবৃক্ষের উপকরণ নিহিত থাকে, সেইরূপ কৃমি-কীটেও দিগন্তপ্রসারিণী অপূৰ্ব্ব প্রতিভার প্রাগুদগম যে নিহিত নাই, তাহা কে বলিতে পারে ?