পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ সেক্ষপীয়র বড় কি কালিদাস বড় ? সেইরূপ নিবাত-নিষ্কম্প দীপশিখার মত ঋষিও সে দেশের অধিবালী নহে। সেক্ষপীয়র অকিয়াছেন—ঝড় । যদি উল্কা দেখিতে চাও,--যদি মেঘ-সঞ্চারে বিহ্ব্যদামের থর নৰ্ত্তন দেখিতে চাও, —যদি ভালবাসার ঝড়ে কিরূপে হৃদগিরি বিধবন্ত হয়,—নৈরাপ্ত কিরূপে উন্মত্ততার উনপঞ্চাশত বায়ু অনিয়ন করে,—বীরের কুঞ্চিত ভ্রর নিকট কিরূপ ছিন্ন শারদীয় মেঘের ন্যায় সৈন্তরাশি উড়িয়া যায়, যদি দেখিতে চাও, তবে সেক্ষপীয়রে এ সব সকলই পাইবে ঝড়, বৃষ্টি, প্রাবুটুকাল, অগ্ন্যুৎপাত, শিশির, কুসুম, তেজ, অশনি,—একত্র এক সেক্ষপীয়র –এ সব বাহপ্রকৃতির নহে,—অন্তঃপ্রকৃতির। তবে কালিদাস বড় কি সেক্ষপীয়র বড় ? এ প্রশ্নের উত্তর দিতে পারি না,—এ প্রশ্নের উত্তর হয় না । মেঘ বড়, কি ঝড় বড়,—দাবানল বড়, কি জলপ্লাবন বড়,—কোকিলের পঞ্চম ঝঙ্কার ভাল, কি প্রস্ফুট পদ্মকুসুমের শোভা ভাল, কে বলিবে ? কে বলিবে,—নবোদিত বাল-ভামু স্বন্দর, কি নব-বসন্তানিলচালিত মধুর-চারুপর্ণোদগত রক্ত পলাশ স্বন্দৱ ? কে বলিবে গাওঁীবধারী অর্জুন বড়, কি বীণাধারী নারদ বড় ? কে বলিবে সক্রেতিস্ বড়, কি এসকাইলাস বড় ? —ইহঁার দুই ভিন্ন উপকরণে নিৰ্ম্মিত, ইহঁাদের কে বড়, কে ছোট, তাহার নির্ণয় হয় না। যদি বল ইহঁারা উভয়েই কবি, মুতরাং একশ্রেণীর লোক, ইহঁাদের তুলনা কবিত্বাংশে এক স্থানে হইতে পারে,—এ কথা ভুল, ইছারা দুই ভিন্ন জিনিষে নিৰ্ম্মিত, ভারতবর্ষ ইংলণ্ডের শতযোজন দূরে, ভারতীয় কবিতা, ইংলওঁীয় কবিতার শতযোজন দূরে। নামে শুধু মিল থাকিলে হুইবে কি ? তৰে এ পর্য্যন্ত বলা যাইতে পারে, সেক্ষপীয়র সমস্ত