পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । X > পাঠ করিলে বুঝা যায়, প্রতিভা ইহা হইতে বড় হইতে পারে না । যে সব উপকরণে কবি র্তাহার নাট্য-মঠ রচনা করিয়াছেন, সে সব উপকরণে সেই নাটক গুলি হইতে শ্রেষ্ঠ গ্রন্থ আর রচনা হয় না,—কালিদাস যে ক্ষেত্রে বিহার করিয়াছেন, যে ক্ষেত্র শত সুন্দর উপমা দিয়া তিনি সজ্জিত করিয়াছেন,—সে ক্ষেত্রে তিনি নিজে নিরুপম,—র্তাহার উপমা আর নাই ! যদি বলিতে, সেই অপূৰ্ব্ব-শক্তি-বিশিষ্ট, অন্ধকার-চিত্র-অঙ্কনপটু জন ওয়েবষ্টার বড়, কি সেক্ষপীয়র বড়, তবে বরং একটা উত্তর দেওয়া যাইত। যদি পিল, গ্ৰীণ, মারলো, দ্যাশ, ফিলিপ, মেছেঞ্জার, সারলি, বোমেণ্ট, ফ্লেচার, ইহাদের সঙ্গে নাট্যাংশে সেক্ষপীয়রের স্থানে স্থানে তুলনা করিয়া দেখিতে, তবে সঙ্গত্ত হইত। এলিজাবেথিয়ান কবিদিগকে ছাড়িয়া দিয়া সেদিন যে বিদ্যুতের ন্তায় বাইরণ কি শিলারের প্রতিভা যুরোপীয় সাহিভ্যাকাশ চমকিত করিয়া চলিয়া গেল,—সেই বাইরণ কি শিল৷ রের সঙ্গে সেক্ষপীয়রের তুলনা করিয়া, যদি তাহাদিগকে সেক্ষপীয়রের কনিষ্ঠ ভ্রাতা বলিয়া নির্দেশ করিতে, তবুও বুঝি সঙ্গত্ত হইত, সে তুলনা এক ক্ষেত্রে। ভিন্ন ক্ষেত্রে তুলনা দিলে উপহাসাম্পদ হইতে হয় । সেক্ষপীয়র অদ্ভূত-প্রতিভাশালী। ঐ দেখ, করিওলেনাস যোদ্ধা একক সহস্ৰ লোকের ভিড়ে দাড়াইয়া । সহস্র অসি তাহাকে বধ করিতে উদ্যত,—র্তাহার একটী জীবন বুঝি ধূমের মত লৈাক-বিদ্বেষ-তেজে উড়িয়া যায়। প্রবল-উত্তাল-তরঙ্গমালাসংকুল ঘোর-গভীর-ঝটিকান্দোলিত সমুদ্রের মধ্যে অর্ণব-পোতের জীবননাশের আশঙ্কণ, আর আজ করিওলেনাসের জীবন