পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ সেক্ষপীয়র বড় কি কালিদাস বড় ? নাশের আশঙ্কা এক। বৃদ্ধ সিনেটারগণ র্তাহাকে পরাভব মানিতে কত অনুনয় করিতেছেন,—র্তাহাকে সে জলন্ত হুতাশনবৎ ক্ৰোধ-প্রদীপ্ত ভিড়ের মধ্য হইতে আনিতে কত চেষ্টা করিতেছেন ; কিন্তু করিওলেনাস নিরুত্তর,–নিঃশব্দে, ক্রোধে স্ফীত হইতেছেন। যে মুহূৰ্ত্তে বিপদের আশঙ্কা বড় বেশি, সেই মুহূৰ্ত্তে অনুনয়কারী বৃদ্ধ বন্ধুর হস্ত জোরে ত্যাগ করিয়া, অসি নিষ্কাশিত করিয়া একটা মাত্র কথা বলিলেন,--মেক্সপীয়র সেই একটী কথায় তাহার চরিত্র আঁকিলেন ;– Cor-( Drawing his sword ) No; I'll die here. এই বীরত্ব মাতার নিকট পরাস্ত। পাঠক, দেখ দেখ— এখানে ফুল দিয়া বিধি শান্মলা তরু কৰ্ত্তন করিতেছেন । ঐ যে বীর হুঙ্কারে দিক র্কাপায়,—মাতার নিকট সেই অজেয় যোদ্ধা জিত। একবার সেই স্বৰ্গীয় দৃশু পাঠক দেখ, দেখ! বীরের মান, বীর মাতৃস্নেহের দেবমন্দিরের নিকট বলি দিতেছে। কিন্তু সেই মান বিসর্জন দিতে মানী মাতার নিকট বাষ্পগদগদ-কণ্ঠে বলিতেছে,— Well I must do’t : Away my disposition, and possess me Some harlot's spirit ! My throat of war be turned Which quired with my drum into a pipe, Small as a eunuch, or the virgin voice That babies lull asleep ! Mother I am going to the market place ; Chide me no more — কিন্তু সে বাক্যদান বৃথা। সেক্ষপীয়র তোমার কথার উপর