পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । ン○ নির্ভর করিয়া তোমাকে তাকিবেন না । তিনি যে মুখ দিয়া তোমার কথা বাহির করাইলেন, – সেই মুখ দিয়াই কথা ভঙ্গ করাইলেন,—তোমার চরিত্র ঠিক রাখিলেন । করিওলেনাস যখন রোম হইতে নিৰ্ব্বাসিত হন, তখন যে কথা বলিয়াছেন,—তেমন পরুষ বচন কি কেহ শুনিয়াছ ? You common cry of curs whose breath I hate. As reek of the rotten fens whose lores I prize As the dead carcases of unburied men That do corrupt my air-I banish you ; And here remain with your uncertainty. Let every rumour shake your hearts Your enemies, with nodding of their plumes Fan you into despair l—Despising, For you, the city thus I turn my back. There is a world elsewhere.” আর ঐ দেখ, ম্যাকবেথ আকাশে উদিত ক্ষীণ নক্ষত্রপংক্তিকে মুখ ঢাকিতে বলিয়া, –স্থির ধরিত্রী তাহার-পদক্ষেপে যেন কম্পান্বিত, নিদ্রা যেন তাহাকে খড়গহস্ত দেখিয়া শিহরিত,--অনুভব করিয়া, চোরের হ্যায় রাজ-প্রাণনাশ মনস্থ করিয়া ছুটিল। সেই ভয়ঙ্কর কার্য্য অনুষ্ঠানের প্রাক্কালে একবার শুধু বলিয়া গেল,— Thou sure and firm-set earth Hear not my steps which way they walk, for fear Thy very stones prate of my whereabout. তাহার স্ত্রীও বলিয়াছিল,— Let not heaven peep through the blanket of the dark. To cry, Hold, Hold ! কি ভয়ঙ্কর দৃশু ! যখন স্ত্রীর মৃত্যু-সংবাদ ম্যাকবেথ শুনিল, R