পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । X (? আবার বলিতেছে,— An excellent musician, She can sing away the savageness of a bear ! আর যখন মাতৃসন্নিধানে, মৰ্ম্মপীড়ায় অভিভূত যুবক পিতার প্রতিকৃতি আর খুল্লতাতের প্রতিকৃতির বৈষম্য দেখাইতেছেন, তখন সেই কয়েক ছত্রে সেক্সপীয়রের সমস্ত প্রতিভা সম্যকৃ বিকাশ পাইয়াছিল ; সেই কয়েক ছত্রে,–বজের দ্যায়, কঠোর কুসুমের দ্যায় কোমল, স্তুর্য্যের দ্যায় জলস্ত কথা ছড়াইয়া আছে! বাঙ্গালা প্রবন্ধে ঘন ঘন ইংরেজী উদ্ধৃত করিব না । উদ্ধৃত করিয়া সেক্সপীয়রের প্রতিভার শোভা দেখাইতে হইলে, অন্ততঃ হামলেট, কিংলিয়ার, ম্যাকবেথ, ওথেলো, এই চারিখানা পুস্তক সম্পূর্ণ উদ্ধৃত করিতে হয়। এই অত্যাশ্চৰ্য্য মহীরুহের প্রতিপত্রে দর্প —প্রতিপত্রে অহঙ্কার,--প্রতিপত্রে উজ্জল রাজসিক ধৰ্ম্ম । এই বৃক্ষের ভিত্তি—আত্মাভিমান-প্রস্থত ভালবাসা । সেক্সপীয়র ইংরেজ জাতির দর্পণ । যে সব জাতি রাজসিক ধৰ্ম্মের উদ্ধে পৌছে নাই, সেক্সপীয়র তাহাদিগের দর্পণ । সেক্ষপীয়র বড় কি কালিদাস বড় ? কিরূপে বলিব ? মহাভারত রামায়ণ,—দুই বিপুল কাব্যতরু,—ধৰ্ম্মতরু,—কল্পতরু— যাহা চাও, তাহাই পাইবে । ইহাদের কাও সারবান,—যুগ-যুগাস্তরে অক্ষয়, অমৃতভাণ্ডার ; যদি মহাপ্রলয়ে সমস্ত বিশ্ব সমুদ্রাভ্য স্তরে প্রবেশ করে, তবে বোধ হয় প্রলয়-অবসানে ভারতলক্ষ্মী সেই দুই অমৃতোপম মহাগ্রস্থ কক্ষে লইয়া আবার উঠিবেন। এই দুই মহাবৃক্ষ হইতে মন্দার-কুসুমবৎ কয়েকট ফুল ফুটিয়াছে, --তন্মধ্যে কালিদাস-পুষ্প সৰ্ব্বশ্রেষ্ঠ । সেই পুণ্যতরু-দ্বয়ের রস