পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । ンa চলিতেছেন, কভু বা কপট সন্ন্যাসীর সহসা শিববেশ দর্শনে প্রতিহত তরঙ্গিণীর ছায় পাদৈক উত্থিত করিয়া চকিতে দাড়াইতেছেন,—এ সব চিত্র যিনি একবার পড়িয়াছেন, তিনি ভুলিবেন না। বংশীধ্বনির হ্যায় এ সৌন্দর্য্য তাহাকে যাবজ্জীবন মুগ্ধ করিয়া আমন্ত্রণ করিবে । বসন্ত, প্রিয়-সখা কামের সঙ্গে, হিমগিরি-শৃঙ্গে উপনীত হইল,—তাহার আগমনে মাধবীলতা গন্ধপূর্ণ হইল,—কুন্দ গুল্ম পুষ্পিত হইল, রঞ্জক আর নাগবৃক্ষেয় শোভা আরও মনোহর হইল । বসন্ত,--সদ্যঃপ্রবালোদগমচারুপত্র নব-চুত-কুসুমশরে দ্বিরেফপংক্তি দ্বারা যেন কামদেবের নামক্ষর সন্নিবেশ করিতে লাগিলেন। অশোকপুষ্পের রঞ্জিত দল পৃথিবীর বক্ষে পড়িয়া কামকর-লাঞ্ছিত যুবতীর উরসের শোভা প্রকটত করিয়াfছল ; বৃক্ষে ফুল ফুটিয়াছিল , পাখী কাকলী দ্বারা সেই তপোবন মুগ্ধ করিয়াছিল—সেই সময়ে নদীর শাসনে ফুল ফুটিতে যাইয়া ফুটিল না ; বৃক্ষ-পত্র সমীর-সঞ্চারে কঁাপিতে যাইয়া নিষ্কম্প হইল ; পার্থী সুললিত স্বর ছড়াইতে যাইয়া মুক হইল ; দ্বিরেফ মধু লুটিতে যাইয়া লুটিল না,—সমস্ত বনপ্রদেশ আলেথ্যের দ্যায় নিশ্চেষ্ট হইল । পাশ্বে যোগী দেবদারু-ক্রম-বেদিকায় সমাসীন। তিনি ধ্যানস্থ। তাহার দুই করপল্লব অঙ্কে স্থাপিত ; তাহ প্রফুল্ল রাজীবের স্তায় সুন্দর । ইন্দ্ৰিয়নিরোধহেতু তিনি অবৃষ্টি-সংরস্ত অম্বুবাহের স্তায় স্থির, নিস্তরঙ্গ জলধির ন্যায় শান্ত, নিবাত দীপশিখার দ্যায় মিষ্কম্প । কালিদাস যদি সেক্ষপীয়ৰুের ওথেলো না আঁকিতে পারেন,—সেক্ষপীয়র এরূপ শিবচিত্র আঁকিতে হার মানিবেন । আর সেই ১২০ শ্লোকে উপমার অদ্ভূত লীলা, সৌন্দর্য্যের রসসাগর, ভাষার অমূল্য ভাণ্ডার,—