পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ সেক্ষপীয়র বড় কি কালিদাস বড় ? রত্নাকরসদৃশ মেঘদূত কে পড়িয়াছে এবং পড়িয়া ভুলিতে পারিয়াছে ! কালিদাসের প্রতিছত্ৰ কবিত্বপূর্ণ! সে যেন একাধারে ভ্রমরগুঞ্জন, বীণার নিক্কণ, কুসুমের গন্ধ, কুসুমের শোভা । সৌন্দৰ্য্যস্বষ্টিতে কালিদাসের রাজ-সিংহাসনের নিকট অন্ত কবিগণের রাজস্ব দেয় । ভারত-ভাণ্ডারে কহিমুর লুষ্ঠিত, সোমনাথ লাঞ্ছিত, অগণিত রত্বরাজি এদেশ হইতে নীত হইয়া পরকীয় কিরীট-কুণ্ডলে শোভমান। ভগবানের প্রদেহ-সৌষ্ঠব কৌস্তুভমণি পৰ্য্যন্ত এ দেশে হইতে অপহৃত। তথাপি এই দলিত লাঞ্ছিত দেশে হিন্দু আজ অষ্ট শত বৎসরের লাঞ্ছনা ভুলিয়া সাহিত্যের শত রত্নখনি প্রতিব্যঞ্জক নেত্রে দর্শন করিবে । শাস্ত্রের তাজ শিরে পরিয়া হিন্দু আজ হিমাদ্রিশৃঙ্গের স্যায় আপনাকে উচ্চ জ্ঞান করিবে । যাক্ তবে কহিনুর, কৌস্তুভমণিরাজি –কহিনুর—কৌস্তুভ, ভাঙ্গে,—ম্নান হয় । সে সব রত্ন লুণ্ঠনযোগ্য। কিন্তু যে রত্ন অবিনশ্বর, যাহার ক্ষয় নাই, লুণ্ঠন হইলে যাহার গৌরব বৃদ্ধি হয়,— হৃদয় যাহার সিংহাসন,—এস সেই রত্বরাজি, হিন্দুর বক্ষে চিরদিন বিরাজ কর । -