পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રક્ત রামায়ণ ও ইলিয়াড | কথা বলিতেছেন । এবং তাহার জন্য অন্যায় সমরে লিপ্ত হইতেছেন, সেই হেক্টারকে শত ধিক ! যে এগামেমনন এদিকে পরস্ত্রী লষ্টয়া ক্রীড়া করিতেছেন, সেদিকে ক্লেটোমিনে ষ্ট্রা স্বামীর অনুপস্থিতির সুবিধা পাইয়া উপস্বামীগত হইতেছে, সেই এগt. মেমনন ও ক্লেটোমিনে পুঁাকে ধিক ! পারিস যুদ্ধে পলাতক হইলে যে ভেনাস দেবী, হেলেনকে তদঙ্কে তানিয়া, উভয়কে পাপে লিপ্ত করাইতেছেন, সে ভেনাস-দেবী – দেবী না পিশাচী ? রামচন্দ্রের নামের সঙ্গে একিলিসের নাম কি এককণ্ঠে উচ্চারণ করিতে ইচ্ছা হয় ? রামচন্দ্র সংযতেন্দ্রিয় ; রাজাদিগের বহু স্ত্রীর প্রথা, কিন্তু রামচন্দ্র একদার । রামচন্দ্র স্বামী, আর সীতা স্ত্রী-কিরূপ স্বামী, আর কিরূপ স্ত্রী, জগৎ তাহ জানে। অশ্বমেধ যজ্ঞ সদার হইয়া সম্পন্ন করিতে হয় —রাম সুবর্ণসীতা নিৰ্ম্মাণ করিলেন। রামের হিরন্ময় বিগ্রহ, আর সুবর্ণময়ী সীত। —শ্রেষ্ঠতম দম্পতি—ভারতে চিরদিন পূজিত হউক । তৎপরে ইলিয়াডে শক্রর প্রতি দয়া। শুনিয়াছি, ‘এপিক্‌টেটস’ নাকি দয়ার পাঠ গ্ৰীক জাতিকে প্রথম শিক্ষা দেন,--- “There is no difference between the Grecks and the barbarians.” কিন্তু ইলিয়াডে দয়ার সঙ্গে বীরবর্গের কোন সম্বন্ধ নাই। ইউলেসিস এত জ্ঞানী-বুদ্ধির মেরু ; কিন্তু তিনি যখন শক্রর শিবির প্রচ্ছন্নভাবে দেখিতে যান, তখন শক্র. পক্ষীয় দূতের সঙ্গে তাহার দেখা হয় ; এবং দূত সমস্ত কথ। প্রকাশ করিয়া তাহাকে বলিল ও কৃপা-ভিক্ষা করিল—নউজানুঅশ্রুনেত্র হইয়া শরণাগত হইল ! কিন্তু ইউলেসিস ও তৎসঙ্গী

  • হেকটার-বধে হেলেনের বিলাপ দেখ । ইলিয়াড, ২৪শ অধ্যায় ।