পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । રે ૭ উন্মুহূর্তে তাহাকে বধ করিলেন ! কি ইউলেসিসের জ্ঞান ! হউন—গ্ৰীক-দেশে তিনি মহাজ্ঞানী ; কিন্তু ভারতে তিনি পশু ! আর সমর-ক্ষেত্রে রক্তাক্ত-দেহ একিলিসিসের বীর-মুৰ্ত্তি কি দেখিতে সাহস হয় ? পাশব-শক্তি মনুষ্যে এত বেশী, আর জগতের কোন গ্রন্থে দৃষ্ট হয় না। পৰ্ব্বত-বিহারী উন্মত্ত বরাহ-মত, একিলিস শত্রু-দলন করিতেছেন ; একিলিস-ঝড় যেদিকে প্রবাহিত, সেদিকে শত্ৰু-সৈন্য পুপরাশির দ্যায় ছিন্ন-ভিন্ন, লুষ্ঠত, উলটপালট হইয় পড়িতেছে ; শোণিত-পবাহে শত-জীবন ভাসিয়া যাইতেছে। ঐ, একিলিস-ঝড় আসিতেছে ; অট্টালিকা ধ্বংস হইয়া ভূশায়ী হইতেছে ; বীর ভারুর মতন পলাইতেছে ; ওরিনটাইডস, ডেমলিথান, ইলিশ, কোথায় ছিন্ন-ভিন্ন হইয়া ছুটিতেছে ; —হোমারের জলন্ত ভাষা, ইলিয়াডের এই অধ্যায়ে অগ্নি জালিয়াছে। যুদ্ধের এমন ভীষণ বর্ণনা আর পড়ি নাই। কিন্তু একিলিসের দয়া !—ঐ দেখ, পশুর মুখে এলাষ্টার পড়িয়াছে ; কাদিয়া, প্রাণ-ভিক্ষা করিতেছে ; নেত্র-জলে, বারিসিঞ্চিত পদ্ম-কুসুমের মত, সুন্দর মুখ সিক্ত হইয়াছে ; বারম্বার বলিতেছে,—“আমায় প্রাণভিক্ষা দেও ; আমি তোমার চিরসেবক হইয়া থাকিব ।” কিন্তু তবুও একিলিস তাহাকে হত্যা করিতে ছুটল! একিলিসেব হৃদয় বজ্রসম। এই দেখ, রাজপুত্র লেসিপন, প্রাণের জন্য কত কাদিয়া, একিলিস-পাষাণকে দ্রব করিতে চাহিল ; কিন্তু সে পাষাণে কি বারি-সঞ্চয় আছে ? লেসিওনের শোণিতাদ মৃতদেহ পড়িয়া রহিল ; একিলিসবড় কাৰ্য্য সমাধা করিয়া ছুটিল। এই একিলিসের সঙ্গে কি রামের তুলনা সস্তবে ? চন্দনে পঙ্কে , বা পঙ্কে পঙ্কজে উপমা চলে কি ? বিষ্ণু-পদচু্যতা পূজার কুসুম