পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ミ রামায়ণ ও ইলিয়াড় । থাকে, রামায়ণ-রূপ মহাগিরির সামু-দেশে অসংখ্য পুষ্পরাশি, তদ্রুপই সঞ্চিত । কেতকী, সিন্ধুবার, মনোরম বাসস্তী পুষ্প, নাগেশ্বর, চম্পক, উদালক, গন্ধপূর্ণ মাধবী, নীলাশোক, দ্রোণপুষ্প, কুন্দ, রঞ্জক, বকুল—ক’ত নাম করিব ? তিল, চুত,পাটলিক, কোবিদার, মুচলিঙ্গ, অর্জন, শিংশপা, কুটজ কুসুম, অঙ্কোল, হিণ্ডাল, চূর্ণক, নীপক—এইরূপ অসংখ্য পুষ্পের নাম । সৌগন্ধিক পদ্ম পুপ, ফুল্ল ভ্রমর-গুঞ্জিত কুমুদ, উৎপলের ত কথাই নাই! রামায়ণ পড়িয়া ঋষি-জীবন পাই ; ঋষি যে কুস্কুম-চন্দন ত্যাগ করিয়া, অজিনাসনে বসিতেন কেন, তাহা বুঝিতে পারি। বুঝিতে পারি, ঋষি নিজে হিন্দুস্তানে শ্রেষ্ঠ--র্তাহার কুশাসনকরঙ্গ সম্বল—কিন্তু তিনি রাজ-রাজেশ্বর হইতেও শোভান্বিত । ঐ যে পদ্ম-কুমুম প্রশ্নটিত, উহার অঙ্গে যত অলঙ্কার, রাজন্যের সুবর্ণাঙ্কত পরিচ্ছদে তাহা নাই। যিনি বিষ্ণুতেজ প্রাপ্ত, ভগবৎপ্রেমিক, তাহারই এই ব্রহ্মাণ্ড । তিনিই উপভোগ করেন ; হৃদয়হীন রাজরাজেশ্বরও ইহা উপভোগ করেন না। তাই ঋষির পবিত্রতায়, ঋষি-জীবনের সুগন্ধিতে, রামায়ণের পাঠক, প্রতিপত্রে মুগ্ধ । রাম বনে গিয়াছিলেন বলিয়া রাম কি অসুখী ? সিংহাসনারূঢ় রাজ-রাজেশ্বর হইতেও জটাবহুলধারী রামচন্দ্র স্বর্থী ! “There is nothing good or bad but thinking makes it so"— সেক্ষপীয়র লিখিয়াছেন । ধৰ্ম্ম যাহার লক্ষ্য, তাহাকে কি অবস্থায় পীড়ন করিতে পারে ? ধৰ্ম্ম অক্ষয় কবচ—যাহার বাহুতে সেই কবচ শোভা করে, তাহার শরীরে ব্রহ্মাস্ত্রও প্রবেশ করিত্বে পারে ন। ভরত, বনে যাইয়া, রামচন্দ্রকে যেরূপ দেখিলেন, তাহাতে তাহাকে বিস্মিত হইতে হইল ! বনবাসী রাম কি দুঃখী ? সত্য