পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૭ রামায়ণ ও ইলিয়াড । কথাই নাই ! তবে হোমারের একটা চরিত্রে স্বৰ্গীয় মাধুর্য্যের কিঞ্চিৎ আভা আছে, সে চরিত্র—হেক্টর। আর তাহার স্ত্রী এণ্ড মেকীর চরিত্রে ও স্বৰ্গীয় ভাবের কিঞ্চিৎ চিত্ন আছে। হেক্‌টার যখন গল-লগ্ন পারিজাত-হারকুল্য সেই সুন্দরীকে পরিহার করিয়া যুদ্ধে যান-ইলিয়াড মরুভূমে সব ধূ-ধূ –অগ্নিময়--কেবল সেই স্থানটুকু ওয়েসিস—হিন্দুর পবিত্র ভাবের একটু ছায়া সেই পত্রে পড়িয়াছে। এণ্ডামেকা কাদিয়া বলিতেছে, “প্রভো, আমার পিতা, মাতা, ভাই, সব মৃত ; কিন্তু তোমাতে পিতামাতা-ভাই-বন্ধু সবই ফিরিয়া পাইয়াছি । তোমা-বিহনে তাহার। আমার নিকট পুনসৃত হইবেন ।” হেক্টার, যুদ্ধ-যাত্রাকালে, পুত্রকে যে আশীষ করিয়াছিলেন, তাহ হিন্দুর মত—“হে, গন্ধৰ্ব্ব, দেব, রক্ষ, প্রাণ-প্রতিম এই শিশুকে রক্ষা ক’র । হে তপন, তোমার নবীনোজ্জল প্রাতঃকরে যেরূপ পুষ্প-তরু বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই শিশু যেন তেমনি বৰ্দ্ধিত হয় । আমি দেবাদেশে দেশার্থ প্রাণ দিতে চলিলাম ; কিন্তু এই ভবিষ্যতের হেক্টারকে রাখিয়। যাইতেছি । পুত্র, তুমি বীর-বংশের মর্য্যাদা রক্ষা করিতে সক্ষম হইও ; যশোমাল্য-কণ্ঠে, অক্ষতদেহে ফিরিয়া আসিয়া . আমা হইতে অধিক কীৰ্ত্তিশালী হইও।” - পারিবারিক দৃশু, যাহা সাহিত্যে চিরস্থায়ী, যে অংশ রাজা প্রজ, বীর ভীরু, সকলেরই চিত্ত আকৃষ্ট করে—সে দৃশু হোমারে এই একটী । কিন্তু বাল্মীকিতে তাহার সংখ্যা নাই । - রামচরিত্র-সম্বন্ধে কি লিখিব ? যাহা নির্দোষ গঠন, সুচারুচিত্রিত, নয়নোন্মাদকারী, সে চিত্ৰপট একবার দেখিলে কি কেহ ভুলিতে পরিবে ? মহাকাব্য লিখিতে হইলে, এক যুদ্ধ