পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গে ভক্তি । ভারতক্ষেত্র পরাধীন, কিন্তু ভারতক্ষেত্র বীরপ্রস্থ । রাজপুতানা, কাশ্মীর, দাক্ষিণাত্য হইতে, হিন্দুগণ, ভারতের অবনতি-সময়েও, উজ্জল বীরত্ব প্রভা দেখাইয়াছেন। ইতিহাস র্তাহাদিগের যশ:কুসুম-সুরভিতে আমোদিত ! টড সাহেব রাজপুতানার প্রতি গিরি-সঙ্কটে থাম্মপলির গৌরব দেখিয়া মুগ্ধ হইয়াছেন—তাহার বর্ণনা অতিরঞ্জিত নহে। ভারতের দুই গৌরব,—এক ভারত স্বর্ণপ্রস্থ, আর ভারত বীর প্রস্তু! বিচিত্র কুসুমপূর্ণ বহুমঞ্জরীময়ী লতিকা শোভিত-নগরাজিসস্কুল—এ সুন্দর হিন্দুস্থানের তুল্য দেশ কোথায় ? ভারতের বীরগণ-তুল্য বীর কোন দেশে ? কিন্তু বাঙ্গালীর বীরত্বের যশঃ নাই। কোন কোন নিতান্ত স্বদেশভক্ত বাঙ্গালী—গৌড়াধিপের সিংহল-জয়-বৃত্তান্ত উল্লেখ করিয়া, বঙ্গদেশের যুগ-যুগান্তরের কাপুরুষতার নিন্দ স্থালন করিতে অভিলাষী হইলেও, সে কথায় মনে বড় একটা উৎসাহের সঞ্চার হয় না। সপুষ্প বসন্তানিল-চালিত বল্লরীর নিকট যদি হঠাৎ একদিন প্রাতে ভ্রমর গুঞ্জন করিয়া বলে,—“লতুিকে! তুমি ইতিপূৰ্ব্বে শমীবৃক্ষ ছিলে, কালবশে এত কোমল হইয়াছ।” —সে কথায় লতিকা যেরূপ আশ্চৰ্য্যাম্বিত হয়, বাঙ্গালীর বীরত্ব কথা শুনিয়াও সেইরূপ বিস্থিত হইয়াছি । এ দেশের কোমল আবহাওয়ায়, বীররস বেশী দিন থাকিতে পারে, এ কথা বিশ্বাস । করি না। ‘ভারত-উদ্ধারের কবি সুন্দর ব্যঙ্গচ্ছলে তাহা বুঝাইয়া, ছেন । কিন্তু তাই বলিয়া আশঙ্কা করিও না—বঙ্গদেশের মৃন্থ মলয়-সমীরণে ফোর্ট উইলিয়াম দুর্গ হঠাৎ একদিন রমণীর নিকুঞ্জে