পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 e বঙ্গে ভক্তি । সমৃদ্ধির জন্ত-প্রকৃতির পটে দেখ। তাই প্রেমিক, বাছিয়া, সেই বর্ণ ভগবৎ-রূপ-প্রকাশক চিহ্ন বলিয়া গ্রহণ করিলেন । তাহার কণ্ঠে বনফুল-মালা, অঙ্গভঙ্গি মনোমুগ্ধকারী, চূড়ায় প্ৰকৃতির সৰ্ব্ব বর্ণ আশ্রয় পাইল, স্বরূপ সুস্বরে আহবান করিলেন। এ পূজার পূজক—রাধা ; এ নীরব ভ্রমরকুল-সস্কুল পুষ্পিত প্রেমকুঞ্জের নায়িকা—রাধ। । রাধার চক্ষে নীল নীরদের ধাধা ! রাধিক সেই ধাধায় মুগ্ধ । - - “এলাইয়া বেণী, ফুলের গাথনি, দেখায় শ্বসাঞে চুলি, হসিত বয়ানে, চাহে মেঘ-পানে, কি কহে দু’হাতে তুলি । এক দিঠি করি, ময়ুর ময়ুরী, কণ্ঠ করে নিরীক্ষণ ।” রাধার চক্ষে নীরদের ধাধা ! মেঘ দেখিয়া, ময়ুর-ময়ুরীর কণ্ঠ দেখিয়া, রাধিক ভগবৎ-প্রেমে মুগ্ধ হইতেছেন, রাধা যেন প্রকৃতির প্রতি পটে র্তাহার হারানিধি কুড়াইয়। পাইতেছেল,তাই তিনি আহলাদ-সাগর-তরঙ্গ-নীত ফুল্ল পদ্ম । - আবার কৃষ্ণ মথুরায় গিয়াছেন, স্বরগঞ্জ-দস্ত-লগ্ন পদ্মিনীর স্তায় রাধার জীবন বিরহে পীড়িত। অধরে পদ্মরাগ মিশাইয়াছে, যমুনার তীরে প্রেমময়ীর নিশ্চেষ্ট দেছ দেখিয়া সহচরীগণ “রাই মো’ল, রাই মো’ল” বলিয়। কাদিতেছে। লে বৈজয়ন্তী-হার রাধার কণ্ঠে নাই, লীলা-কমল ধূলায় লুষ্টিত। সে কমল নিন্দিত পল ছ’খানির সৌন্দৰ্য্য ব্যাখ্যা করিয়া, বঁধু কত সাধে আলতা পরাইতেন, এবং কৃষ্ণ দরশন লাগি যখন সে নুপুত্র-শিল্পিত চরণক্ষেপে