পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

© Ꮼ . বঙ্গে ভক্তি । করিতে, ইনিসের মনে কৰ্ত্তব্য-জ্ঞান জাগিল । বীর, বীরত্ব দেখnইতে, রমণী-হৃদয় ভাঙ্গিয়া চলিলেন । যখন তরী ভাসিয়া যায়, তখন ডিডে ইনিসকে অভিসম্পাত করিতেছে ;– “কাতর দৃষ্টিতে ডিডো দেখিছে সাগর, ইনিসের তরী নহে নয়নগোচর, কুঞ্চিত অলক-রাজি ছিড়িছে রমণী, বক্ষে করে করাঘাত, কহে ক্রুদ্ধবাণী ;-- “যাইবে কি সে নিষ্ঠুর এ দেশ ছাড়িয়ে, প্রেমের সুবর্ণ-স্বত্র হেলায় ছিড়িয়ে । চল সৈন্ত—রণতরী সাজাও এখনি, সে পাপীর শিরে শীঘ্র পড়ুক অশনি । দেখিলে সাধুত্ব তার, ধৰ্ম্মের বড়াই, আজ কালসৰ্প অামি তার ত্রাণ নাই । কোথা আমি, কি কহিনু, হয়েছি পাগল, ছেড়ে গেছে দুষ্ট, আর বিলাপে কি ফল ? আগে যদি জানিতাম, অগ্নিস্ত,পে তার, জীবস্ত শরীর তবে করিয়ে সৎকার, আমিও ঢাকিতে লজ্জা প্রাণ সঁপিতাম, হায় যদি এত হবে আগে জানিতাম । ছিড়িতাম তার দেহ, বস্ত-পশুমুখে সপিতাম মৃতদেহ, দেখিতাম মুখে । হে তপন, দেখিতেছ এ মহীমণ্ডল, হে জুনে, প্রেমের সাক্ষী দেখিছ সকল,