পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જન્મ বঙ্গে ভক্তি। নিকট আরণ্য-কণিকার-পুষ্পমাল্য, যত সুন্দর নহে, ডিডোর নিকট রাধিক তদপেক্ষা সুন্দরী । রাধা বিরহে মলিন, মৃতপ্রায় । বলিতেছেন,— “দেহ দাহন ক’র-না দহন-দাহে, ভাসাও-না কেহ যমুনা-প্রবাহে । অামার শু্যাম-বিরহে পোড়া তনু, অামার শ্রীকৃষ্ণ-বিলাসের দেহ । সব সহচরী, বাহু দুটি ধরি, বাধি৪ তমাল-ডালে । যদি এই বৃন্দাবন স্মরণ করি, আসে গে। অামার পরাণ হরি, বঁধুর শ্ৰীঅঙ্গ-সমীর পরশে, শরীর জুড়াইব সেইকালে । বঁধু আসিয়া সে, যদি স্বধায় রাই কোই, তোরা দেখা ওই, তোমার রাধা বাধা তমালে ঐ ।” কিন্তু এ কথা বলিয়া আবার রাধার আশঙ্কা হইতেছে, - “মৃত তনু দেখিলে নয়নে, আমার প্রাণবল্লভ গো, পাছে সতীপতি শিবের মত, হয়ে বঁধু উন্মত্ত, বহিয়৷ বা ফিরে বনে বনে । তাই মনে ভাবি গো— যে অঙ্গে চন্দনাপণে,