পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা | G & কত ভয় বাসি মনে, সে অঙ্গে ভার সহিবে কেমনে ?” দেখ দেখি কত প্রেম ! ডিডোকে ছাড়িয়া ইনিস গিয়াছে, সেই জন্ত আহত ভুজঙ্গ ডিডোর মুথে কত ফোস ফোস শুনিয়াছ। - শ্ৰীকৃষ্ণ বহু নায়িকাতে আসক্ত ; রাধিক ডিডোর মত বিরহ সহিতেছেন ; কিন্তু শ্ৰীকৃষ্ণকে গালি দেন নাই—শ্ৰীকৃষ্ণের বহুরমণী-বিলাস কিরূপে সহ্য করিতেছেন, দেখ,— “বধু, আমার মতন তোমার অনেক রমণী ; তোমার মতন অামার তুমি গুণমণি । যেমন দিনমণির কত কমলিনী, কমলিনীগণের ঐ একই দিনমণি ।” আবার আর একটা দৃশু দেখ! রাধিক মৃতপ্রায়া, “অানিয়া কমলতত্ত্ব নাসাঞ্জে ধরিয়া কিন্তু দেখা গেল, না চলে নিশ্বাস । ধনির কি হোল গো, নবজলধর হেরি ।” সেই রাধিকাকে, চন্দ্রা, নবনীলোৎপলের গন্ধ ঘ্ৰাণ করাইয়া, 'ফ্রঞ্চরূপশালী চিত্ৰপট চক্ষের নিকট ধারণ করিয়া, কৃষ্ণ-উপস্থিতি