পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ ৷ বঙ্গে ভক্তি । কিন্তু আমাদের দেশ খুজি। বঙ্গের রাধা, আর রামায়ণের সীতা । কৃত্তিবাস পড়িয়া ভাবিয়াছিলাম, পদ্মপত্রেক্ষণ শ্ৰীমতী রাধার দ্যায়, শ্ৰীমতী সীতাও প্রেমময়ী নায়িকা—আদিরসে লীলাময়ী। কিন্তু রামায়ণের সীতা, হিন্দুর উদীয়মান স্বাধীনতা, উন্নতি ও সমৃদ্ধির সময়ে স্বল্প হইয়াছিল। - রাধার সঙ্গে সীতার কোনও সাদৃশু নাই। সীতা ক্ষত্রিয়ের কন্যা, ক্ষত্রিয়ের স্ত্রী। তিনি যদি নীল-কুঞ্চিত-কেশা ইন্দাবরেক্ষণ রাধার দ্যায় কোমলা হইতেন, তবে পর-পুরুষের স্পর্শেই প্রাণত্যাগ করিতেন। রাধা ভগবানের ভাৰ্য্য, সীতাও রামরূপী ভগবানের ভার্য্যা । কিন্তু বঙ্গীয় সাধকের স্বঃ রাধায়—যুথিজাতির কোমলতা, মাধবীলতার বিনয়, বসন্তানিলের স্নিগ্ধতা, । লজ্জাবতীর লজ্জা—শিশিরে, কুসুমে, মন্দমারুতে যে শোভা, সে রাধাতে তাহাই। যে রাধা কুহুস্বর শুনিলে মরে, পরপুরুষ ছুইলে বল্লরীর মত সে কোমল রাই-লতিকা শুকাইত ! কামিনী-ফুলের দলের মত, শারদীয় শিশির-কণার মত, স্পর্শ-ভরে ঝুর-ঝুর ঝরিয়া পড়িত। কিন্তু সীতা-কুসুম, রাবণের কর দ্বারা বল-পুৰ্ব্বক উত্তোলিত হইয়া, লঙ্কায় নীত ; তিনি রাক্ষসগণের মধ্যে এতকাল যাপন করিয়াছেন ; কিন্তু তিনি স্পর্শ-ভরে তে প্রাণত্যাগ করেন নাই ! তাহার সতীত্ব প্রমাণ করিতে যে অগ্নি-পরীক্ষা চাই । কিন্তু রামায়ণে সীতার পূর্ব-চরিত্র পাঠ করিলে, সীতায় কে সন্ধিহান হইতে পারে ? কার মাধ্য, পবিত্র সীতার প্রতি ক্ষণতরে অবিশ্বাস করিৰে ? যখন দুষ্ট দশগ্ৰীব, নীলাম্বু পরিক্ষিপ্ত গিরি-মধ্যস্থা লঙ্কাপুরীর গৌরব বলিয়া, সীতাকে প্রলুদ্ধ করিতে চেষ্টা করিল, তখন সীতার মূৰ্ত্তি সতীর মূৰ্ত্তি সতীত্বের অমৰ দীপ