পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । \ළථි শিখা, কৈ, কোন ও গ্রন্থে তো দেখি নাই ! সতীর শরীরে আগুন জ্বলে, সে আগুনে পাপী পোড়ে --সীতা-চরিত্রে তাহাই দর্শন কর। টাকুইন যখন লুক্রেসিয়াকে ধরিয়াছিল, লুক্রেসিয়া তথন বিনয় করিয়াছিল, অশ্রু বিসর্জন করিয়া দলিত বল্লরীর দ্যায় ভূতলে পড়িয়া নিস্কৃতি ভিক্ষা করিয়াছিল। লুক্রেসিয়াতে সতীর গৌরব দৃষ্ট হয় না। যে নর পুণ্যবান, যে রমণী পুণ্যবতী, সে কি পাপীর নিকট অনুনয় করিবে ? তবে আর পুণ্যের গৌরব কোথা ? লুক্রেসিয়া শতস্বৰ্য্যতুল্য সতীত্বের জ্যোতিঃ ধারণ করেন নাই ; পাপ পুড়িল না-পাপানলে তিনিই পুড়িলেন। কিন্তু কাল-কাদম্বিনীতে নক্ষত্রের হ্যায়--পাপিষ্ঠ দস্থ্যর করে সীতা । সে নির্জনে সীতা কাদিলে, শুধু প্রতিধ্বনি হইত—কে সাহায্য করিবে ? সহায় দিবচু্যত কুমুমের মত স্বর্গ হইতে পড়িত না— রাবণের ভয়ে স্বর্গ সশঙ্কিত ! কিন্তু সীতা—সতী সীতা বলিলেন,—“মহাগিরির তুল্য অকম্প, মহেন্দ্র-সদৃশ রাম আমার স্বামী, যে রাম পৃথুকীৰ্ত্তি, সংযতেন্দ্রিয়, পূর্ণচন্দ্রীনন, তিনি আমার স্বামী ; তুই জম্বুক হইয়া সিংহকে ইন্স করিতেছিস্—বাহু দ্বারা সিন্ধু বন্ধন করিতে যাইতেছিস্—জিহবা দ্বারা ক্ষুর লেহন করিতেছিস্—প্রজ্জ্বলিত অগ্নি দেখিয়া বস্ত্র দ্বারা আহরণ করিতে ইচ্ছা করিতেছিস্—মন্দার-গিরিকে পাণি দ্বারা আহরণ করিতে চলিতেছিস্ ! স্তান্দনিকা—সমুদ্রে, সিংহ-শৃগালে, কাঞ্চন—সীসে, চন্দন—বারিপঙ্কে, বৈনেতেয় ও কাকে যে প্রভেদ, রামসঙ্গে তোর সেই প্রভেদ । ইন্দ্রের শচী হরণ করিলে তোর লঙ্কা নিৰ্ব্বিত্নে থাকিতে পারে ; কিন্তু রামের সীতাকে হরণ করিয়া, রজনীচর, তৈার লঙ্কাপুরী তুষানলে প্রায়শ্চিত্ত করিবে ।” রাবণের করগত ।