পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬ | বঙ্গে ভক্তি । আঁকা—“আদর্শ নারী।” কিন্তু রাধায় যাহা, তাহা সীতায় নাই । রাধার ধাত্রী, মাতৃগর্ভ হইতে পতনের পরেই, প্রেম-মন্ত্র কর্ণে দিয়াছে; রাধা, জন্মিয়াই “কুহু” বলিতে শিক্ষা করিয়াছেন। রাধা স্কুলের বালকের ন্যায় প্রেমের পাঠ মুখস্থ করিয়া, শিথিয়াছেন,— “প্রেম ক’রে রাখালের সনে, ফিরতে হবে বনে বনে, ভুজঙ্গ কণ্টক পঙ্ক মাঝে, সখি আমায় যেতে যে হবে গো ! রাই বলে বাজলে বাশি, অঙ্গনে ঢালিয়ে জল, করিয়ে অতি পিছল, চলাচল তাহাতে করিতেম। হইলে আঁধার রাতি, পথ-মাঝে র্কাট পাতি, গতাগতি করিতে শিখিতেম সদা অামায় চলতে যে হবে গো কণ্টক কানন মাঝে ! আনি বিষ-বৈদ্যগণে, বসিয়ে নির্জন বনে, তন্ত্ৰ-মন্ত্র শিখেছিলেম কত— কত যতন করে গো छूछत्र-मभन लाशि ।” সীতার প্ৰেম-কৰ্ত্তব্য-পরায়ণা রমণীর কৰ্ত্তব্য-জ্ঞান-শাসিত প্রেম । তাছাতে মানিনী রাইয়ের মানের তরঙ্গ নাই, প্রেমের