পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা ! VN কলঙ্ক অপনয়ন কর ; শবণজ-নয়নজ পাপ হইতে মুক্তি প্রদান কর ; হে করুণ জ, রমণ, বাঞ্ছিত, বিদিত, অবিদিত, পাপ ক্ষমা করিয়া দীনকে স্পশ কর।” স্পশ পাইয়াছিলাম -- সে মুহূৰ্ত্তে জ্ঞান ছিল না। কে বলিবে, সে স্পশ স্বপ্ন ! তাহা যদি স্বপ্ন হয়, তবে পুথিবীর এ কাস্তি—এই ইন্দ্রিয়-প্রত্যক্ষীভূত ত্যাকতি, অসত্য । সৰ্ব্ব ইন্দ্রিয় দ্বারা সেই স্পশ অনুভব করিয়াছিলাম, দশেন্দ্রিয় করলোড়ে দণ্ডায়মান হইয়াছিল ; বন-কুটজ বন-মল্লিকা সেই স্পশে শরীরে সঞ্চার হইয়াছিল। আমার হৃদয়ে কে যেন পদ্ম প্রস্ফুটিত করাইয়া দিয়াছিল। তাই যদি অসত্য হয়, তবে কি এই জড় পুথিবী, এই মাটির দেয়াল, আর প্রস্তরের পাহাড় সত্য ? সেই দিন আমার শিরে পঙ্কজ ফুটিয়াছিল ; আমি নিজের শোভায় নিজে শোভান্বিত হইয়াছিলাম। সে শোভা ভাসিয়া আসিয়া, ভাসিয়া কোথায় গেল ! সেই নীল-জীমূত সুন্দর চক্ষুর শ্ৰেষ্ঠ দৃশ্যপট কোথায় লুকাইল ? আমাকে পাগল করিয়া, প্রাণ হরিয়া, প্রভো, কোন দিকে গিয়াছ ? ক্ষণে ক্ষণে মনে হয়, মন্দ-বসন্তানিল-প্রবাতে, পদ্মপ্রবালোদগম চারুপত্ৰচু্যত কুসুম-গন্ধে, সেই পুণ্যগন্ধের আভাস পাই ; মনে হয়, চক্রবাক হইয়া কেন সে সুধা পান করিলাম না !—সে অমূল্য নিধিকে ধরিয়া কেন কণ্ঠ-হার করিলাম না! হিন্দু, সৌন্দর্য্যের ভক্তি-পূজক-সেবক। হিন্দুর দেশের মত এমন সুন্দর দেশ কোথায় ? চন্দন-সিক্ত সকুসুম-স্রোতঃ-ধারিণী গঙ্গাঙ্গারে স্বাত হইয়া, হিন্দু দেহ মন পবিত্র করিতেন। সে গঙ্গার মাহাত্ম্য বর্ণন করিতে কত স্তোত্র আছে, কত কবিত্ব-লহরী আছে । যে সে পবিত্র গঙ্গানদী আর এ মুন্দর গাঙ্গেয় প্রদেশ