পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ বঙ্গে ভক্তি । কি তোমার রূপ নয় ? এই শোভার সমষ্টি তুমি, ব্রহ্মাণ্ড তুমি । আমি প্যাস্থিজম (Pantheism ) কি বেদাস্ত-দর্শন বলিতেছি না ; প্রফুল্ল-চিত্তে প্রভো, সৰ্ব্বত্র তোমার গুণ-সংগীত গীত হইতেছে, তাই শুনিতেছি ; দয়া করিয়া এ পর্ণ-কুটারে এস--রাজেন্দ্র কি দীন প্রজার গৃহে পদার্পণ করেন না ?