পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা | ፃፃ লিখিতেছেন—“আমি বিবাহ করিতে উদ্যত হইয়াছি, অথবা “বিবাহ করিয়াছি । পিতা উত্তর দিলেন,—“শুনিয়া সস্তুষ্ট হইলাম,-তোমার স্ত্রীর সহিত পরিচিত হইলে, আমরা সুখী रुझेद' ।” -বিলাতে বিবাহ শিশুর খেলা—ইঞ্জিয়ের লীলা, একটী কপোত এক প্রাতে আহার খুজিতে গেল, এবং একটা কপোতীকে সঙ্গে করিয়া ঘরে আসিল। ধৰ্ম্মেদেখ যত দূর, তাহা স্বল্পায়াসেই বুঝা যাইতে পারে! আমরা বিবাহ করি পুত্র-উৎপাদন জন্ত—“পুল্লাৰ্থং ক্রিয়তে ভাৰ্য্যা ;” পুল্ল কেন ? “পুত্র: পিণ্ড প্রয়োজনং।” আর বিলাতী-বিবাহ ভালবাসার জন্য । সে ভালবাসাও আবার কিছুই নহে ; কেবল, ষোড়শোপচারে ইন্দ্রিয়-সেবা । পুত্র-উৎপাদন জন্য হিন্দু বিবাহ করেন। এখানে স্বীয় ভোগবাসনা নাই, ইন্দ্রিয়-সেবা নাই ; হিন্দু আজন্ম ধৰ্ম্মব্রতধারী। ইউরোপীয় বিবাহ ইতর জাতির বিবাহের দ্যায় ইন্দ্রিয়সেবার অস্থায়ী চুক্তি । ১৭৯৩ সালে ৩ মাসের মধ্যে পারিস নগরে ১৭৮৫টা বিবাহের মধ্যে ৫৬২টি ডাইভোর্স (অর্থাৎ বিবাহबक्रेन ছিন্ন ) হইয়াছিল—প্রায় একের তিন সংখ্যা। আর বাকী নয় মাসে অবশিষ্ট সংখ্যাও শূন্ত হইবার সম্ভাবনা ; সে বিষয়ের ংবাদ ঠিক জানি না। তৎপর তাহাদের ব্যভিচার গুলি দেখুন। জারজ সন্তান বলিষ্ঠ হয়, তাহারা মনস্বী হয়, ইহা বুঝাইবার জন্য নিম্নলিখিত পুস্তক গুলিতে খুব বেশী চেষ্টা আছে, এবং উত্তম উত্তম কারণ সন্নিবিষ্ট आँप्झ् :