পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত । দ্বিতীয় সর্গ Ş র প্রেম যার মনে, সেকি চায় রাজ্যধনে, । প্রিয় মুখ ত্রিসংসার তায় । হৃদে তার যে রতন, আলো করে ত্রিভুবন, অন্য মণি নিভায় নিভায় ৷ এক মহে সদ; মত্ত, মাজানে আপনি মাত , যাহা দেখে তাই প্রমাকুল । সুধি শশী তারাকাশ, পয়োদ পবনস্বাস, সাগর শিখর বন ফুল । যেন লক্ষ বিদ্যাধরে, সদা তার গানকরে, কি মধুর শব্দীন ভাষা । হেরিয়ে সামান্য কলি, নয়ন সলিলে গলি. . উথলে অন্তরে ভাল বাস ॥ " গ্রেমে যার মন র্যাধী, নাপারে দিবারে বাধt, সমুদ্র শিখর নদী বনে । তবে যদি করে বিধি, চির বিরহের বিধি, তবু স্বর্গ অন্তরে মিলনে । যেনবা বারিধি পরে, সঙ্গীহীন দৃষ্টি করে, প্রজ্ঞাতের প্রিয় তার করে । ।