পাতা:লালন-গীতিকা.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ileye লালন-গীতিকা তিনি প্রস্তুত করিয়াছেন। ‘অর্থ-সংকেত’ রচনা-ব্যাপারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদূর অধ্যাপক পরভেজ সাহিদী, এম. এ. মহাশয়ের নিকট হইতে অনেক সাহায্য পাওয়া গিয়াছে, সে-কথা সশ্রদ্ধভাবে স্বীকার করিতেছি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সহযোগিতায় গ্রন্থখানি প্রকাশিত হইল, এ-কথা গ্রন্থের নাম-পত্রেই উল্লেখিত হইয়াছে ৷ ‘রবীন্দ্র-সদনে? রক্ষিত পুথিখানি ব্যবহারের সুযোগ না পাইলে এই গ্রন্থের সম্পাদনা অপূর্ণ থাকিয়া যাইত। পুথি ব্যবহারের অনুমতি দিবার জন্ত বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যেন্দ্রনাথ বস্তু মহাশয়ের নিকট আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। রবীন্দ্রসদনের অধিকর্তা শ্ৰীযুত ক্ষিতীশচন্দ্র রায় মহাশয় রবীন্দ্র-সদনে বসিয়া সেখানে রক্ষিত পুথি ব্যবহারের সর্বপ্রকার সুযোগ-সুবিধা দিয়া আমাদের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন । এ-বিষয়ে নানাভাবে উপদেশ ও সাহায্য লাভের জন্য আমরা অধ্যাপক শ্ৰীযুত প্রবোধচন্দ্র সেন মহাশয়ের নিকটেও ঋণী। রবীন্দ্রসদনে রক্ষিত পুথির পাঠের সঙ্গে পাঠ মিলাইতে এবং অতিরিক্ত পদগুলি নকল করিতে খ্ৰীযুত পীযুষকাস্তি মহাপাত্র মহাশয়কে অকুণ্ঠভাবে সাহায্য করিয়াছেন রবীন্দ্র-সদনের শ্ৰীযুত চিত্তরঞ্জন দেব মহাশয়। তিনি এই কাজের জন্য যথেষ্ট সময় এবং কায়িক শ্রমও যেমন দান করিয়াছেন, আবার পল্লীগীতির সম্বন্ধে অনুসন্ধান ও গবেষণার অভিজ্ঞতালব্ধ তথ্য-পরামর্শের দ্বারাও সাহায্য করিয়াছেন। আমরাও অকুণ্ঠভাবে তাহার নিকট ঋণ স্বীকার করিতেছি । গ্রন্থমধ্যে পদগুলির বিন্যাস-ব্যবস্থায় দুইটি ভাগ লক্ষিত হইবে ; প্রথমাংশের নাম দেওয়া হইয়াছে ‘বাউল গান’ দ্বিতীয়াংশের নাম বৈষ্ণবভাবাপন্ন গান । বাউল সাধনার বৈশিষ্ট্য যে গানগুলির ভিতর দিয়া ফুটিয় উঠিয়াছে সেইগুলিকেই ‘বাউল গান আখ্য দেওয়া হইয়াছে। ইহ ব্যতীত লালন ফকিরের গানের মধ্যে অনেকগুলি বৈষ্ণবভাবাপন্ন পদ দেখা যায়, এগুলি রাধা-কৃষ্ণের লীলাবিষয়ক অথবা গৌরাঙ্গলীলী