পাতা:লালন-গীতিকা.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> o লালন-গীতিক যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন, আকৈতব সে প্রেমেরি করণ, যোগ্য অনুসর মর্ম জানে তার অযোগ্য পাত্রে কি সে ভাব সম্ভবে বলবো কি সেই প্রেমের বাণী, কামে থেকে হয় নিষ্কামী, সে যে শুদ্ধ সহজ রস করিয়ে বিশ্বাস, দোহার মন করে দোহার ভাবে ॥ কমলিনী প্রফুল্ল-বদন, সে যে লক্ষ যোজন অস্তে দোহার প্রেম, একাস্তে লালন কয়, রসিকের তেমনি প্রেম-ভাব ॥ × v©No) সে প্রেম গুরু জানাও আমায় । আমার মনের কৈতব-আদি যাতে ঘুচে যায়। দাসীকে আজ নিদয় হয়ে না, দাও হে কিঞ্চিৎ প্রেম উপাসনা, ব্রজের জলদ কালো গৌরাঙ্গ হলো কোন প্রেম সেধে, সে বঁাকা শু্যামরায় ॥ পুরুষ কোন দিন সহজ ঘটে, তাই জানলে সন্দ যায় মিটে, তবে ত জানি প্রেমের করণি, সহজে সহজে লেন-দেনা হয় ৷ কোন প্রেমে সব গোপীর দ্বারে, কোন প্রেমে শু্যাম রাধার পায় ধরে,