পাতা:লালন-গীতিকা.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক। নামাজ রোজা কলমা জাকাত তাও করিলে কয় শরীয়ত, শরা কবুল করে ॥ ভাবে বোঝা যায় কলমা শরীয়ত নয়, শরীয়ত আর পরমার্থ থাকতে পারে বেইমান বেলীরে জন, শরীয়তের আয়েৎ চেনে না, মুখে তোড় ধরে ॥ চিনতে। যদি আয়েৎ আদেখা নিয়াত চিনতো না কভু বরজখ ছেড়ে শরীয়তের গোস্তে ভারি, যে যা বোঝে সেই হবে আখেরে ॥ লালন বলে, মর বুদ্ধিহীন অস্তর, আমি মারি মূল লাগে বৃক্ষের পরে ॥ ミ>○ যদি শরায় কার্যসিদ্ধি হয় । তবে মারফতে কেন মরতে যায় ॥ শরীয়ত আর মারফত যেমন তুগ্ধেতে মিশাল মাখন, মাখন তুললে দুগ্ধে তখন ঘোল বলে তাতো জানে সবায় মুহুরী একথা দলিলে কয় সে মুরশিদ সেই রসুল তাহাতে নাই কোন ভুল খোদা সে হয় ॥ >8 ○