পাতা:লালন-গীতিকা.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৬১

নূরেতে ফুল আলম পয়দা,
আবার কয় পানির কথা,
নূর কি পানি বস্তু জানি
লালন ভাবে তাই

২৪০

জানা[১] উচিত বটে দুটি নূরের ভেদ বিচার[১]
নবীজী আর নিরূপ খোদা নূর সে কি প্রকার॥
নবীর যেন আকার ছিল
তাহাতে নূর চুয়ায় বলো
নিরাকারে কি প্রকারে
নূর চুয়ায় খোদার॥
আকার বলিতে খোদা
সুরতে সদা আকার
বিনে নূর চুয়ানে
প্রমাণ কি গো তার॥
জাত এলাহি ছিল জুতে
কিরূপে এল সেফাতে
লালন বলে, নূর চিনিলে
ঘোচে[২] ঘোর আঁধার॥

২৪১

অজান খবর না জানিলে কিসেরো ফকিরী।
যে নূরে নূর নবী আমার তাহে আরস বারি॥

  1. ১.০ ১.১ ও দুটি নূরের ভেদ বিচার জানা উচিত বটে
  2. যেতো