পাতা:লালন-গীতিকা.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》熱W。 লালন-গীতিকা অপরকে বুঝাইতে তামাম করে রচুল জাহেরা কাম বাতুনে মশগুল সুদাম কারু কারু জানাইলে ॥ যেরূপ মুরশিদ সেরূপ রছুল যে বোঝে সে হবে মকবুল সিরাজ সাই কয়, লালন কিরূপ পাবি মুরশিদ না ভজিলে ॥]* ことが> রছুলকে চিনিলে খোদা চেনা যায়। রূপ ভঁাড়িয়ে দেশ বেড়িয়ে গেলেন সেই দয়াময় ॥ জন্ম যার এই মানবে ছায়া তায় প’ল না ভূমে দেখ দেখি ভাই বুদ্ধিমানে কে আইল মদীনায় ॥ মাঠে ঘাটে রছুলেরে মেঘে রইত ছায়া ধরে জানতে হয় তাও নেহাজ করে জীবের ও কি ধৈর্য হয় ৷ আহামদ নাম লিখিতে মিম হরফ কয় নফি করতে, সিরাজ সাই কয়, লালন তাতে দেখরে কিঞ্চিৎ নজীর দেয় ॥

  • রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ