পাতা:লালন-গীতিকা.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৩১১

৪৫১

এবার কে তোর মালিক চিনলিনে তারে।
এমন জনম আর হবে মন কি, এমন জনম আর হবে রে॥
দেবের দুর্লভো এবার
মানব-জনম তোমার
এমন জনম আচার
করলি কিরে॥
নিশ্বাসের নাহি রে বিশ্বাস
পলকেতে করবে নৈরাশ
এবার মনে রবে মনের আশ
বলবি কারে॥
এখন শ্বাস আছে বজায়
যা করোরে তাই সিদ্ধি হয়
দরবেশ সিরাজ সাঁই তাই বারে বারে কয়
লালনেরে॥

৪৫২

কৃষ্ণ বিনে তেষ্টাত্যাগী।
ভবে সেই বটে গো শুদ্ধ অনুরাগী॥
মেঘের জল বই চাতক যেমন
অন্য জল করে না গ্রহণ
তেমনি কৃষ্ণ-ভক্ত জন
একান্ত কোট মনে কৃষ্ণের লাগি॥
স্বরগের সুখ নাহি চায় সে
মিশিতে না চায় শার্বুজে
ও তার ভাবে বুঝায় পষ্ট কেবলি সেই কৃষ্ট
সুখের সুখী॥