পাতা:লালন-গীতিকা.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
লালন-গীতিকা

১৩

না হলে মন সরলা কি[১] কথা মেনে[১] কোথা ধুড়ে।
হাতে হাতে বেড়াই মিছে তৌবা পড়ে॥
মক্কা মদিনা যাবি ধাক্কা খাবি মন[২] না জুড়ে[২]
হাজী নাম পড়ছে[৩] লোকে[৩] তাই দেখি রে॥
মুখে যে পড়ে কালাম তাইরি শুনায়[৪] হুজুর বাড়ে।
মন খাঁটি নয় বললে কি হয় নামাজ[৫] পড়ে[৫]
মন যার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে।
খোদা তারে নারাজ নয়রে লালন ভেড়ে॥

১৪

কুলের বৌ হয়ে মন আর কতদিন থাকবি ঘরে।
ঘোমটা খুলে চলনারে যাই সাধ-বাজারে।
কুলের ভয়ে কাজ হারাবি, কুল কি নিবি সঙ্গে করে।
পস্তাবি শ্মশানে যেদিন ফেলবে তোরে॥
দিসনে আর আড়াই কড়ি নাড়ার নাড়ি হও যেই রে
ও তুই থাকবি ভালো সর্বকালো যাবে দূরে।
কুলমান সব যে জন বাড়ায়, গুরু সদয় হয় না তারে।
লালন বেড়ায়, কাতরে বেড়ায় কুল ঢাকেরে॥

১৫

সে কথা কি ক’বার কথা জানিতে হয় ভাবাবেশে[৬]
অমাবস্যা পূর্ণিমা[৭] সে[৭] পূর্ণিমা[৮] সে[৮] অমাবস্যে॥

  1. ১.০ ১.১ কি ফল মেলে
  2. ২.০ ২.১ শূন্য ঘরে
  3. ৩.০ ৩.১ পারম লভ্য
  4. সুনাম
  5. ৫.০ ৫.১ বনে কুড়ে
  6. ভাবাদেশে
  7. ৭.০ ৭.১ পূর্ণশশী
  8. ৮.০ ৮.১ পূর্ণিমাতে