পাতা:লালন-গীতিকা.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৩

গ্রাম বেড়িয়ে অগাধ পানি,
ও তার নাই কিনারা নাই তরণী
পারে।
আমি বাঞ্ছা করি
দেখবো তারি,
আমি কেমনে সে গাঁয় যাইরে॥
বলবো কি সেই পড়শীর কথা,
ও তার হস্ত-পদ-স্কন্ধ-মাথা
নাইরে।
ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর,
আবার ক্ষণেক ভাসে নীরে॥
পড়শী যদি আমায় ছুঁতো,
আমার যম-যাতনা যেতো
দূরে।
আবার, সে আর লালন একখানে রয়,
তবু লক্ষ যোজন ফাঁক রে॥

১৯

যে জন দেখেছে অটল রূপের বিহার,
মুখে বলুক কিবা[১] না বলুক সে
থাকলে ওই নেহার
নয়নে রূপ না দেখতে পায়,
নাম-মন্ত্র জপিলে কি হয়,
নামের তুল্য নাম পাওয়া যায়,
রূপের তুল্য কার॥

  1. বা