পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ লিপিক রাজ খুসি হইয়া দেউড়ি পার হইয়। বেই হাতিতে উঠিবেন এমন সময়, নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা-ঢাকা দিয়া, সে বলিয়া উঠিল, “মহারাজ, পাখীটাকে দেখিয়াছেন কি ?” রাজার চমক লাগিল, বলিলেন, “ঐ যা ! মনে ত ছিল না ! পার্থীটাকে দেখা হয় নাই ।” ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, “পার্থীকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা ੱਲ੍ਹੇ !" দেখা হইল। দেখিয়া বড় খুসি! কায়দাট পাখীটার চেয়ে এত বেশি বড় যে, পাখীটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন, আয়োজনের ক্রটি নাই। খাচায় দানা নাই পানি নাই, কেবল রাশি রাশি পুথি হইতে রাশি রাশি পাতা ছিড়িয়া কলমের ডগা দিয়া পাখীর মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান ত বন্ধই—চীৎকার করিবার ফাকটুকু পৰ্য্যন্ত বোজ । দেখিলে শরীরে রোমাঞ্চ হয় । এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলাসর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়।