পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোতা-কাহিনী *l ఏలి. ט\ পাখীট দিনে দিনে ভদ্রদস্তুর-মত আধমরা হইয়া আসিল । অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু স্বভাবদোষে সকালবেলায় আলোর দিকে পার্থী চায় আর অন্যায় রকমে পাখী ঝটুপটু করে। মন কি, এক-একদিন দেখা যায় সে তার রোগ ঠোট দিয়া খাচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, “একি বেয়াদবি !” তখন শিক্ষামহালে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির ৷ কি দমাদম পিটানি ! লোহার শিকল তৈরি হইল, পাখীর ডানাও গেল কাট । রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, “এ রাজ্যে পাখীদের কেবল যে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই।” তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সড়কি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা ! l কামারের পসার বাড়িয়া কামার-গিন্নির গায়ে সোনাদান চড়িল এবং কোতোয়ালের হুসিয়ারি দেখিয়া রাজ তাঁকে শিরোপা দিলেন।