পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8रे লিপিকা এমন সময় ছোট ছেলে এসে বললে, “আমাকে হাতে ধরে নিয়ে চল।” কোথায় ? ছেলে বললে, “মেলার মধ্যে তুমিও যাবে না ?” মেয়ে বললে, “হা, আমিও যাব।” যে বেদীর সামনে এসে সে বসে থাকৃত সেই বেদীর উপর হ’ল তার পথ, আর মূৰ্ত্তির মধ্যে যে ঢেকে গিয়েছিল সকল যাত্রীর মধ্যে তাকে পেলে ।