পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাণ মন )\9) জড় করচি তার কথা এমন সাজিয়ে সাজিয়ে বলন কেন ?” —“তার কথা আর কইব কি ! সে নিজেই নিজের টঙ্কারে ঝঙ্কারে হুঙ্কারে ক্রেঙ্কারে আকাশ কঁাপিয়ে রেখেচে । তার ভারে, তার জটিলতায়, তার জঞ্জালে পৃথিবীর বক্ষ ব্যথিত হয়ে উঠল। ভেবে পাইনে এর অন্ত কোথায় । থাকের উপরে আর কত থাক উঠবে, গাঠের উপরে আর কত গাঠ পড়বে ? এই প্রশ্নেরই জবাব ছিল ঐ গাছের পাতায় ।” —“বটে ? কি জবাব, শুনি ।” —“সে বলচে, প্রাণ যতক্ষণ নেই ততক্ষণ সমস্তই কেবল স্ত,প, সমস্তই কেবল ভার। প্রাণের পরশ লাগ বামাত্রই উপকরণের সঙ্গে উপকরণ আপনি মিলে গিয়ে অখণ্ড সুন্দর হয়ে ওঠে । সেই সুন্দরকেই দেখ এই বনবিহারী। তারি বাশি ত বাজ চে বটের ছায়ায়।” তখন কবেকার কোন ভোর রাত্রি । প্রাণ আপন সুপ্তিশয্যা ছাড়ল ; সেই প্রথম পথে বাহির হ’ল অজানার উদ্দেশে, অসাড় জগতের তেপান্তর মাঠে । د ډ