পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কৃতঘ্ন শোক

 ভোর বেলায় সে বিদায় নিলে।

 আমার মন আমাকে বোঝাতে বস্‌ল, “সবই মায়া।”

 আমি রাগ করে বল্‌লেম, “এইত টেবিলে সেলাইয়ের বাক্স, ছাতে ফুলগাছের টব, খাটের উপর নাম-লেখা হাতপাখখানি—সবই ত সত্য।”

 মন বললে, “তবু ভেবে দেখ—”

 আমি বললেম, “থাম তুমি। ঐ দেখনা, গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি; এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হ’ল কেন?”