পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নামের খেলা
৫৫

 মা এসে বল্‌লে, “কানাই, এই নে তোর সেই রেলগাড়ীটা।”

 কানাই রেলগাড়ী ঠেলে ফেলে বল্‌লে, “আমার নাম।”

 থিয়েটার থেকে বন্ধু এল।

 মামা দরজার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস কর্‌লে, “কী হ’ল?”

 বন্ধু বল্‌লে, ‘ওরা রাজী হ’ল না।”

 অনেকক্ষণ চুপ করে’ থেকে মামা বল্‌লে,”আমার সর্ব্বস্ব যায় সেও ভাল, আমি নিজে থিয়েটার খুল্‌ব।”

 বন্ধু বল্‌লে, “আজ ফুটবল ম্যাচ দেখ্‌তে যাবে না?”

 ও বল্‌লে, “না, আমার জ্বরভাব।”

 বিকেলে মা এসে বল্‌লে, “খাবার ঠাণ্ডা হয়ে গেল।”

 ও বল্‌লে, “খিদে নেই!”

 সন্ধ্যের সময় স্ত্রী এসে বল্‌লে, “তোমার সেই নতুন লেখাটা শোনাবে না?”

 ও বল্‌লে, “মাথা ধরেছে!”

 ভাগ্‌নে এসে বল্‌লে, “আমার নাম ফিরিয়ে দাও!”

 মামা ঠাস্ করে’ তার গালে এক চড় কষিয়ে দিলে।