পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শিখারে কহিল
হাওয়া,
“তোমারে তো চাই
পাওয়া।”
যেমনি জিনিতে চাহিল ছিনিতে
নিবে গেল দাবী-
দাওয়া॥

Wind tries to take flame by storm
only to blow her out.

দুই তীরে তার বিরহ ঘটায়ে
সমুদ্র করে দান
অতল প্রেমের অশ্রুজলের গান॥

The two separated shores mingle their voices
in a song of unfathomed tears.

তারার দীপ জ্বালেন যিনি
গগনতলে
থাকেন চেয়ে ধরার দীপ
কখন্ জ্বলে॥

God among stars waits for man to light
his lamps.