পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০

স্বল্প সেও স্বল্প নয়, বড়োকে ফেলে ছেয়ে।
দু চারিজন অনেক বেশি বহুজনের চেয়ে॥

The world ever knows
that the few are more than the many.

সঙ্গীতে যখন সত্য শোনে নিজ বাণী
সৌন্দর্য্যে তখন ফোটে তার হাসিখানি॥

Truth smiles in beauty when she beholds her face
in a perfect mirror.

আমি জানি মোর ফুলগুলি ফুটে হরষে
না-জানা সে কোন্ শুভ চুম্বন পরশে॥

I see an unseen kiss from the sky
in its response in my rose.

বুদ্বুদ সে তো বদ্ধ আপন ঘেরে,
শূন্যে মিলায়, জানে না সমুদ্রেরে॥

In the swelling pride of itself
the bubble doubts the truth of the sea
and laughs and bursts into emptiness.