পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

విశ్రీ (जोकग्नश्शु পৃ. ৫২, প, ৫, “অনার্য (বানর) জাতি” কথা কয়টির পরিবর্তে “আমার বন্দনীয় পূৰ্ব্বপুরুষ” ছিল। পৃ. ৫২, প, ৬, “বর্বর জাতির নৃশংসতা" কথা কয়টির পরিবর্তে “মূখের মূখর্তা” কথা দুইটি ছিল। - পৃ. ৫২, প, ৯, “বর্বরজাতির স্বভাবসুলভ ক্রোধবশতঃ" কথা কয়টির পরিবর্তে “বুদ্ধিহীনতাবশতঃ” কথাটি ছিল। পৃ. ৫২. প. ১১, “অসভ্য জাতির মধ্যে” কথাগুলির পরিবর্তে “বুদ্ধি না থাকিলে” কথা কয়টি ছিল। পৃ. ৫২, প, ১৬, “ইহাতে কি...দেখা যাউক ।" কথাগুলির পরিবর্তে “ইহা কাহারও প্রণীত নহে।" কথা কয়টি ছিল। পৃ. ৫২, প, ২৮ ও পৃ. ৫৩, প, ১, “অশ্লীলতাঘটিত” কথাটির পরিবর্তে উভয় স্থানেই “আদিরসঘটিত” ছিল। - পৃ. ৫৩, প.৯-১০, “প্রাচীন সংস্কৃত গ্রন্থে...বিশুদ্ধ সংস্কৃতে অধিকারী।” কথাগুলির পরিবর্তে ছিল— ইহা কি সামান্ত মূৰ্খতা ? এই একটি দোষেই এই গ্রন্থখানি সাধারণের পরিহার্ঘ্য হইয়াছে। ভরসা করি, পাঠক সকলে এই কদৰ্ঘ্য গ্রন্থখানি পড়া ত্যাগ করিবেন। আমি একখানি নূতন রামায়ণ রচনা করিয়াছি, তৎপরিবর্তে তাহাই সকলে পাঠ করিতে আরম্ভ করুন। আমার প্রণীত রামায়ণ যে সৰ্ব্বাঙ্গসুন্দর হইয়াছে, তাহা বলা বাহুল্য ; কেন না, আমি ত বাল্মীকির স্তায় কবিত্ত্ববিহীন এবং বিদ্যাবুদ্ধিশূন্ত নহি। সেই কথা বলাই এ সমালোচনার উদেশ্ব। অলমতি বিস্তুরেণ । ני נל