ইংরাজস্তোত্র S$ তুমি বেদ, আর ঋক্যজুর্যাদি মানি না; তুমি স্মৃতি—মম্বাদি ভুলিয়া গিয়াছি ; তুমি দর্শন—ষ্ঠায়, মীমাংসা প্রভৃতি তোমারই হাত। অতএব হে ইংরাজ ! তোমাকে প্রণাম করি ॥১১ হে শ্বেতকান্ত ! তোমার অমল-ধবল দ্বিরদ-রদণ্ডভ মহাশ্মশ্রুশোভিত মুখমণ্ডল দেখিয়া আমার বাসনা হইয়াছে, আমি তোমার স্তব করিব ; অতএব হে ইংরাজ ! আমি তোমাকে প্রণাম করি ॥১২৷ তোমার হরিতকপিশ পিঙ্গললোহিত কৃষ্ণশুভ্রাদি নানা বর্ণশোভিত, অতিযত্বরঞ্জিত, ভল্লুকমেদমাজিত কুন্তলাবলি দেখিয়া আমার বাসনা হইয়াছে, আমি তোমার স্তব করিব ; অতএব হে ইংরাজ ! আমি তোমাকে প্রণাম করি ॥১৩ তুমি কলিকালে গৌরাঙ্গাবতার, তাহার সন্দেহ নাই। হাট তোমার সেই গোপবেশের চুড়; পেণ্টলন সেই ধড়—আর হুইপ সেই মোহন মুরলী—অতএব হে গোপীবল্লভ ! আমি তোমাকে প্রণাম করি ॥১৪ হে বরদ। আমাকে বর দাও। আমি শামূলা মাতায় বাধিয়া তোমার পিছু পিছু বেড়াইব—তুমি আমাকে চাকরি দাও। আমি তোমাকে প্রণাম করি ॥১৫ হে শুভঙ্কর । আমার শুভ কর। আমি তোমার খোষামোদ করিব, তোমার প্রিয় কথা কহিব, তোমার মনরাখা কাজ করিব—আমায় বড় কর, আমি তোমাকে প্রণাম করি ॥১৬ হে মানদ । আমায় টাইটল দাও, খেতাব দাও, খেলাত দাও ;—আমাকে তোমার প্রসাদ দাও—আমি তোমাকে প্রণাম করি ॥১৭ হে ভক্তবৎসল ! আমি তোমার পাত্রাবশেষ ভোজন করিতে ইচ্ছা করি—তোমার করস্পর্শে লোকমণ্ডলে মহামানাস্পদ হইতে বাসনা করি,—তোমার স্বহস্তলিখিত দুই একখানা পত্র বাক্সমধ্যে রাখিবার স্পৰ্দ্ধা করি—অতএব হে ইংরাজ ! তুমি আমার প্রতি প্রসন্ন হও ; আমি তোমাকে প্রণাম করি ॥১৮ হে অন্তর্যামিন্! আমি যাহা কিছু করি, তোমাকে ভুলাইবার জন্য। তুমি দাতা বলিবে বলিয়া আমি দান করি ; তুমি পরোপকারী বলিবে বলিয়া পরোপকার করি ; তুমি বিদ্বান বলিবে বলিয়া আমি লেখা পড়া করি। অতএব হে ইংরাজ ! তুমি আমার প্রতি প্রসন্ন হও । আমি তোমাকে প্রণাম করি ॥১৯ আমি তোমার ইচ্ছামতে ডিম্পেন্সরি করিব ; তোমার প্রত্যৰ্থ স্কুল করিব ; তোমার আজ্ঞামত চাদ দিব ; তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমি তোমাকে প্রণাম করি।২০।
পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
