পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাম্পত্য দণ্ডবিধির আইন %) ऎ्रक्षांश्ङ्ग१ (ক) রাম কামিনীর স্বামী। যত্ন অবিবাহিত পুরুষ। কত্রে মদ্যপান করিল। মদ্যপান একটি দাম্পত্য অপরাধ। যত্ব রামের সহায়তা করিয়াছে। (খ ) হরমণি রামের মা। রাম কামিনীর স্বামী। কামিনী যেরূপ টাকা খরচ করিতে বলে, সেরূপে খরচ না করিয়া, রাম হরমণির পরামর্শে অন্য প্রকার খরচ করিল। স্ত্রীর অনভিমত খরচ করা একটি দাম্পত্য অপরাধ। হরমণি তাহার সহায়তা করিয়াছে। ১২ ধারা। যদি কোন বিবাহিত পুরুষ কোন দাম্পত্য অপরাধে অন্য বিবাহিত পুরুষের সহায়তা করে, তবে সে আসল অপরাধীর সঙ্গে সমান দণ্ডনীয়। কিন্তু তাহার দণ্ড উপযুক্ত আদালত নহিলে হইবে না। অর্থের কথা ঐ ব্যক্তি যে স্ত্রীর সম্পত্তি, সেই স্ত্রীকেই উপযুক্ত আদালত বলা যায়। ১৩ ধারা। স্ত্রীলোক বা অবিবাহিত পুরুষ দাম্পত্য অপরাধের সহায়তা করিলে, তিরস্কার, ভ্ৰকুট, এবং অশ্রুবর্ষণ ও রোদনের দ্বারা দণ্ডনীয় মাত্র । शर्छ अशोग्न স্ত্রী-বিদ্রোহিতার অপরাধ ১৪ ধারা । ( অম্বুবাদক অক্ষম ) ১৫ ধারা। যে কেহ স্ত্রীর সঙ্গে বিবাদ করে, কি বিবাদ করিতে উদ্যোগ করে, কি বিবাদ করায় সহায়তা করে, তাহার প্রাণদণ্ড হইবে (অর্থাৎ স্ত্রী তাহাকে ত্যাগ করিবেন ) বা শয়্যাগৃহ পৃথক হইবে এবং তাহার খরচের টাকা জন্ম হইবে। ১৬ ধারা। যে কেহ বন্ধুবৰ্গকে মুরবিব ধরিয়া বা সন্তানদিগকে বশীভূত করিয়া বা অঙ্ক প্রকারে স্ত্রীর সহিত বিবাদ করিবার অভিপ্রায়ে বিবাদের উদ্যোগ করে, সে শয্যাগৃহান্তরে প্রেরিত হইবে, এবং তিরস্কার, অঙ্কবর্ষণ এবং রোদনের দ্বারা দ্বগুনীয় হইবে। - i g