বাঙ্গালা সাহিত্যের অাদর brţ ভাৰ্য্যা । তা ছাড়া আর কি গল্প হতে নেই ? উচ্চ। তা ছাড়া তোমার বাঙ্গলায় আর কিছু আছে না কি ? ভাৰ্য্যা। এটা তা নয়। এতে কাটলেটু আছে, ত্ৰাপ্তি আছে, বিধবার বিবাহ আছে—বৈষ্ণবীর গীত আছে। উচ্চ। Exactly. তাই ত বলছিলাম, ও ছাই ভস্মগুলো পড় কেন ? ভাৰ্য্যা । কেন, পড়িলে কি হয় ? - ÈRE I ofyzoi demoralize g i ভাৰ্য্যা। সে আবার কি ? ধেমোরাজা হয় ? উচ্চ। এমন পাপও আছে। Demoralize কি নী-চরিত্র মন্দ হয় । ভাৰ্য্যা । স্বামী মহাশয় । আপনি বোতল বোতল ব্রাপ্তি মারেন, যাদের সঙ্গে বসিয়া ও কাজ হয়, তারা এমনই কুচরিত্রের লোক যে, তাদের মুখ দেখিলেও পাপ আছে। আপনার বন্ধুবৰ্গ ডিনরের পর যে ভাষায় কথা বাৰ্ত্ত কন—শুনিতে পাইলে খানসামারাও কাণে আঙ্গুল দেয়। আপনি যাদের বাড়ী মুরগি মাটনের শ্রাদ্ধ করিয়া আসেন, পৃথিবীতে এমন কুকাজ নেই যে, তাহার ভিতরে ভিতরে করে না। তাহাতে আপনার চরিত্রের জন্য কোন ভয় নাই,—আর আমি গরিবের মেয়ে, একখানা বাঙ্গলা বই পড়িলেই গোল্লায় যাব ? &B5 ı etkiztan Brasspot ; Çsfaizsi Earthen pot. ভাৰ্য্যা । অত পট পট কর কেন ? কইমাছ ছাক তেলে পড়েছ নাকি ? তা যা হোক, একবার এই বইখানা একটু পড় না। উচ্চ। ( শিহরিয়া ও পিছাইয়া ) আমি ও সব ছুয়ে hand contaminate করি না । ভাৰ্য্যা। কাকে বলে ? * উচ্চ। ও সব ছুয়ে হাত ময়লা করি না । ভাৰ্য্যা । তোমার হাত ময়লা হবে না, আমি ঝাড়িয়া দিতেছি। (ইতি পুস্তকখানি আঁচল দিয়া বাড়িয়া মুছিয়া স্বামীর হস্তে প্রদান । মানসিক ময়ৰ ভয়ে ভীত উচ্চশিক্ষিতের হস্ত হইতে পুস্তকের ভূমে পতন । ) ভাৰ্য্য ও কপাল! আচ্ছা, তুমি যে বইখানাকে অত ঘৃণা করচে, কই—তোমার ইংরেজেরাও তত করে না ? ইংরেজেরা নাকি এই বইখানা তরজমা করিয়া পড়িতেছে।
পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
