পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eErt সদানন্দ, আমার বড় অস্থতাপ হয় । কেন ? সময়ে সময়ে বোধ হয় আমিই তাকে মেরে ফেলেছি । কেন ? জগদীশ্বর জানেন তার আয়ু শেষ হয়েছিল কিনা, কিন্তু আমার বোধ হয় আমি বিবাহ করলে সে হয়ত এখনও বেঁচে থাকত । সদানন্দ একটা দীর্ঘনিশ্বাস ফেলিল। বলিল, যে মরেছে সে নিশ্চয়ই ময়ত । তুমি কি করবে ? তা জানি। তবুও যদি তার কথা রাখতাম, যদি বিবাহ করতাম ! সদানন্দ হাসিল ; বলিল, জাত যেত যে । সারদাচরণ তাহা ভাবিল ; বলিল, তা যেত । তবে আর তুমি কি করবে ? সারদার চোখে জল আসিল । বলিল, কি আর করব, কিন্তু এত অমুতাপ হ’ত না । সদানন্দ অন্যদিকে চাহিয়া বলিল, ক্রমশঃ সয়ে যাবে । আহাঁ, যদি তার শেষ অনুরোধটা রক্ষা করতে পারতাম ! কি অমুরোধ ? বলেছিল, একঘর দরিদ্রের জাত বঁাচাও-ছলনাকে বিবাহ কর । সদানন্দ তাহার মুখপানে চাহিয়া বলিল, ছলনাকে কি বিবাহ করবে না ? করব, কিন্তু তার অনুরোধ রক্ষা করা হ’ল কি ? কেন হ’ল না ? প্রকারান্তরে হ’ল বটে, কিন্তু—আচ্ছা সদানন্দ, বাবাকে তুমি কি করে সম্মত করালে ? সদানন্দ মৃদ্ধ হাসিল ; বলিল, বললাম যে তোমার বিলাহ করতে ইচ্ছা আছে । শুধু এই ? আবার কি ? আমি কি বাবাকে চিনি না ? সদানন্দ আবার হাসিল ; বলিল, তবে জিজ্ঞাসা কর কেন ? জিজ্ঞাসা করছি যে কত টাকা দিতে হবে ? সে-কথা শুনে তোমার লাভ নাই । সদানন্দ, এ যে পাপের ধন ! আশীৰ্ব্বাদ করব যেন তোমার জীবন চিরস্থখে কাটে । ቖፃ چالإ----هنb