পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সম্ভবতঃ পাড়া বেড়াইতে গিয়াছিলেন, সে-খোজও সে লইল না। পা ধুইয়া এ-দিক ও-দিক চাহিয়া যে-ঘরে মাধবচন্দ্ৰ শয়ন কল্পিত সেইখানে আসিয়া উপস্থিত হইল । অনেকদিন হইতে মাধবচন্দ্রকে আর দেখা হয় নাই, আজ তাহার কথা একটু কহিব। ললন চলিয়া যাইবার পর হইতেই সে ক্রমে ক্রমে বিজ্ঞ হুইয়াছে। নিতান্ত বহুদর্শ বিজ্ঞের মত সকল বিষয়েই সে একটা ভাবিয়া চিন্তিয়া মতামত প্রকাশ করে, যা তা থাইতে চাহে না, যা তা বিষয়ে বাহানা করে না, অনেক সময় প্রায় কথাই কহে না, নিঃশব্দে দার্শনিকের মত বালিশগুলা এক করিয়া হেলান দিয়া আপন-মনে বসিয়া থাকে, কেহ তাহার নিকট আম্বক, আর না আম্বক সে কিছুমাত্র ভ্রক্ষেপ করে না । আজও সেইরূপ বসিয়াছিল ; সদানন্দ আসিয়া নিকটে দাড়াইলে সে ফিরিয়া চাহিয়া বলিল, সদাদাদা, তুমি আমার কাছে আস না কেন ? আমার কত কাজ ছিল ভাই । সব হয়ে গেছে ? ईीं । ছোটদিদি কবে ফিরে আসবে ? আর তিন-চারদিন পরে । দেখ সদাদাদা, অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলা হয় না – কেন ? তোমাকে কখন একলা পাই না, তাই হয় না । সদানন্দ নিকটে বসিল ; বলিল, একলা কেন মাধু ? চুপি চুপি তোমাকে বলতে দিদি বলে গিয়েছিল। কে মধু ? দিদি ; বড়দিদি যে রাত্তিরে চলে গেল—তুমি তখন এখানে ছিলে না-কি-না তাই, তুমি ফিরে এলে তোমাকে বলতে বলে গিয়েছিল যে, দিদি চলে গেছে। সদানন্দ আরো একটু কাছে আসিয়া, তাহার অঙ্গে হাত দিয়া বলিল, কেন গেল মাৰু? কেউ গালাগালি দিয়েছিল ? কেউ না । তবে কেন গেল ? আমিও যাব । ছিঃ– মাধব একটু হাসিল, তাহার পর বলিল, আর কেউ জানে না । কেবল আমি জানি আর দিদি জানে। সে আগে গেছে—আমার জন্তে সব ঠিক করে আমাকে নিয়ে যাবে, সেখানে দু'জনে খুব স্বখে থাকব। মাধবচন্স তাহার মুখখানা অতিরিক্ত

  • * *