পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সৰ্ব্বশেষে জয়ার মা এই বলিয়া শেষ করিল যে, তাহার আর একটি পয়সাও খাইতে নাই, এবং দয়া না করিলে হয় সে অনাহারে মরিবে, না হয় এইখানে গলায় দড়ি বাধিয়া তাহার জয়াবতী যেখানে গিয়াছে সেইখানেই যাইবে । স্বরেন্দ্রবাবু বলিলেন, যা হবার হয়েছে, এখন কি হলে তোমার চলে ? জয়ার মা চক্ষু মুছিয়া বলিল, বাবা, আমার সামান্ততেই চলবে—আমি বিধবা, কেউ নাই—ক’ত আমার আর লাগবে ? তবু কত টাকা চাও? পনের টাকা মাসে পেলেই আমার চলে । তাই পাবে। যতদিন বাঁচবে, মাসে মাসে কাছারি হতে ঐ টাকা নিয়ে যেও | তখন জয়ার মা অনেক আশীৰ্ব্বাদ করিল, অনেক প্রতিপদ কথা কহিল, তাহার পর প্রস্থান করিল। যাইবার সময় সে আর তেমন করিয়া কঁদিতে কাদিতে গেল না, বরং আরো অনেক কথা ভাবিতে ভাবিতে গেল। জয়াবতী মরিয়াছে, মা হইয়া সে অন্তঃকরণে ক্লেশ অনুভব করিয়াছে, কিন্তু কিছু সুবিধাও হইয়াছে, যাইবার সময় জয়ার মা এ-কথা মনে করিতে ভূলিল না। জয়ার মা মুরেন্দ্রবাবুর নিকট বিদায় লইয়া একেবারে চলিয়া গেল না । যেখানে দাসদাসীরা থাকে সেখানে আসিয়া উপস্থিত হইল । তথায় পরিচিত দাসদাসী অনেকেই ছিল, জয়ার মার দুঃখে তাহাদের মধ্যে অনেকেই দুঃখ প্রকাশ করিল, দুইএকজন কাদিয়া ফেলিল। জয়ার মা অনেক গল্প করিল, স্বরেন্দ্রবাবুর দয়ার কথাও প্রকাশ করিল ; কিন্তু কথায় কথায় ক্রমশঃ যখন সে শুনিল যে, তাহার জয়াবতীর স্থানে আর একজন সন্ত অভিসিক্ত হইয়া আসিয়াছেন, এবং বাবু তাহাকেও বহু সমাদরে বাগানবাটীতে স্থান দিয়াছেন, তখন জয়ার মা অন্য আকৃতি ধারণ করিল । চক্ষু দিয়া আগুন বাহির হইতে লাগিল ; স্থান কাল বিবেচনাহীন হইয়া সেইখানেই বাগানবাটীর অধিকারিণীর উদ্দেহুে বহুবিধ হীনবাক্য গালিগালাজ আরম্ভ করিয়া দিল । ক্ৰন্দনের ধ্বনি ক্রমশ: বাড়িয়া উঠিতে লাগিল ; অদম্য উৎসাহে নবীন করিয়া পুনরায় সেই কেশাকর্ষণ, সেই বুক-চাপড়ানি । দাসদাসীরা ভীত হইল ; শান্ত হইবার জন্য অনেক বুঝাইল, শেষে বাবুর ভয় পৰ্য্যন্ত দেখাইল, রাগ করিয়া বাবু টাকা বন্ধ করিয়া দিবেন তাহাও বলিল, কিন্তু জয়ার মা বন্ধক্ষণাবধি তাহাতে কর্ণপাতও করিল না । পরিশেষে তাহারা বাধ্য হইয়া অঙ্গ উপায় উদ্ভাবন করিয়া জয়ার মার হস্ত হইতে বহু ক্লেশে নিষ্কৃতি লাভ করিল। . পথে আসিয়া জয়ার মা বাগানবাটী অভিমুখে চলিল । কস্তাশোক তাহার চতুগুণ উথলিয়া উঠিয়াছে, হিংসানল পঙ্করে পঞ্জরে অগ্নি জালাইয়া দিয়াছে । তাহার মনে হইতে লাগিল, তাহার কন্যাকে এ মাগী ডুবাইয়া দিয়া বলপূর্বক সে স্থান অধিকার છે ૨ s