পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জয়ার মা ভাল বুঝিতে পারিল না । বলিল, কি করি ? সেই দশ টাকা আপনি নিন । আমাকে তুমি দেবে ? ই্যা। মালতী উপর হইতে দশ টাকা আনিয়া তাহার হাতে দিল । জয়ার মা অনেকক্ষণ ধরিয়া মালতীর মুখপানে চাহিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে বলল, বাছা, তুমি নিশ্চয়ই ভদরঘরের মেয়ে । মালতী মৃদু হাসিয়া বলিল, আমি দুঃখী লোক । জয়ার মার চোখের কোণে একটু জল আসিল। বলিল, তা হোক, তবুও তুই ভদরের মেয়ে না হলে –এই দেখ না কেন—তা সত্যি কথাই বলি, আমার জয়ার হাতে এত টাকা ছিল, কিন্তু মা বলে দশ টাকা কখন একসঙ্গে এমন করে হাতে তুলে দেয়নি। জয়ার মা চোখের কোণ মুছিল । আমরা দুঃখী লোক, কিন্তু ধৰ্ম্ম ত আছেন । আছেন ; কিন্তু সবাই কি তা জানে ? তা হোক -কাল তবে আসবে ? হ্যা—তা—হঁ্য আসব বৈকি । আমাদের ঠাকরুণকে তোমার কথা আজ তবে বলে রাখব কি ? ই্যা–তা—না তা আর বলে কাজ নেই। কামরূপ হইতে শিক্ষা করা ‘বাণমারা বিষ্ঠাটা জয়ার জননীর মনে বড় শাস্তি দিতেছিল না, মালতী তাহা বুঝিতে পারিয়াছিল । জয়ার মা শুষ্ক হইয়া বলিল, তবে এখন আসি, মাঝে মাঝে তোর কাছে আসব এখন | এসে । &N? এ-কথা শুনিয়া মুরেন্দ্রনাথ খুব হাসিয়া বলিলেন, তবে তোমার সঙ্গে খুব ঝগড়া হয়ে গেল ? মালতী বলিল, ঝগড়া হবে কেন, বরং বেশ ভাব হয়ে গেল । তবে তাব করে নিয়েছ ? নিয়েচি | - কিন্তু ওর নিজের মেয়ের সঙ্গে কখন বনতো না। চিরকাল ঝগড়া ছিল । তা শুনেচি । ১২৪