পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ थांब्र ७कÉीं चढ्छ किडू--षांश जगंरङ नांदे, यांश ७ *र्षीख ८कश् कथन थ८ब्रार्ण करञ्च नांदे-थrब्रांण कब्रिबांद्ध जबकांन७ चांदन नाई-4बन ७कफे *ण भूजिब्रा नाहेरण যেন ৰশিৰার মত কতকটা হয়। তাহ কেহ কিছু বলে না—ণ্ডতজ আলিলে চুপ করিয়া থাকে। স্নান করিবার সময় গঙ্গার ঘাটে ছেলেমেয়ের জল ছিটায়, গোলমাল করে, হাত-কলরবে প্রৌঢ়াদিগের শিবপূজার মন্ত্র ভুলাইয়া দেয়, এমনি অনেক উৎপাত্ত করিতে থাকে, কিন্তু শুভদা যখন নিঃশৰে ঘাটের সর্বশেষপ্রান্তে কলসী নামাইয়। নিতান্ত অম্পশায়া নীচ জাতীয়ার স্তায় সসঙ্কোচে জলে নামে, তখন বালকবালিকারাও বুঝিতে পারে যে, এখন আর গোলমাল করিতে নাই, জল ছিটাইতে নাই—এখন চুপ করিয়া শাস্তশিষ্ট হইয়া জননীর বা জার কাছারো আপনার লোকের অঞ্চল ধরিয়া দাড়াইতে হয়। সে চলিয়া যায়, তখনও কিন্তু তাহারা পূৰ্ব্বভাব শীঘ্ৰ ফিরিয়া श्रृंीश्च नः । শুভদা হাসিতে ভুলিয়া গিয়াছে, দুঃখ করিতে ভুলিয়া গিয়াছে। কাদিতে তাহার বিরক্তি বোধ হয়, সে-সব পুরাতন কথা আলোচনা করিতে লজ্জা করে । বাড়িটা আজকাল সম্পূর্ণ নিজ ন হইয়াছে ; ছলনা শ্বশুরবাড়ি গিয়াছে, রাসমণি প্রায় সমস্ত দিন বাট আসেন না। আর হারাণ মুখুয্যে ! তা সে আজকাল ভাল ছেলে হইয়াছে। নিত্য দু'বেল বাট আসে, দুই আন চারি আন পূর্বের মতে কজ চাহিয়া লয়— আবার চলিয়া যায়। শুভদা সমস্ত দুপুরট রান্নাঘরের মেঝের উপর আঁচল পাতিয়া পড়িয়া থাকে। সন্ধ্যা হয়—আবার ওঠে, ঘাটে যায়, প্রদীপ জালে, রন্ধন করে-যত্ন করিয়া একথালা অন্ন বাড়িয়া স্বামীর জন্য রাখিয়া দেয়, সদানন্দকে আহার করায় । আবার সকাল হয়, আবার বিকাল হয়, আবার রাক্রি আসে । নিত্য যেমন হয় তেমনি শুভদা আজও দ্বিপ্রহরের পরে রন্ধনশালায় গুইয়াছিল। বাহিরে পুরুষকণ্ঠে একজন ডাকিল, মাঠাকুরুণ ! শুভদা শুনিতে পাইল, কিন্তু কথা কহিল না । মনে করিল বুঝি আর কাহাকেও কেহ ভাকিতেছে । সে আবার ডাকিল, বলি মাঠাকুরুণ । কেউ বাড়ি আছেন কি ? শুভদা বাহিরে আসিয়া বলিল, কে ? আমি পিয়ন। চিঠি আছে। শুভদ বড় বিস্থিত হইল—চিঠি কে লিখিবে ? কাছে গিয়া বলিল, দাও । অমনি পাবেন না মাঠাকুরুণ, এখানা রেজিষ্ট্র চিঠি—শ্ৰীশুভদা দেবীর নামে, তার সই দিতে হৰে । শুভদা রেজেক্ট অর্থ তেমন বুঝিল না—বলিল, দাও—আমারই নাম অভঙ্গ । निब्रन छिटै वादिद्र कब्रिग, चङश ७कथ७ कां★थ वांशिव कबिब्र। कश्गि, नदे शिन ।

  • ९*

۹ دساس اسپا